![]() |
লোকগান বলতে কী বোঝ? বাংলার যে-কোনো দুটি লোকগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। |
লোকগান কী
বাংলার কয়েকটি বিশিষ্ট লোকগান হল- ভাটিয়ালি, ভাওয়াইয়া, চটকা, জারি গান, সারিগান, ঝুমুর ইত্যাদি। নীচে ‘ভাটিয়ালি’ ও ‘ঝুমুর’ গান সম্পর্কে আলোচনা করা হল।
ভাটিয়ালি
মূলত পূর্ববঙ্গের মাঝিমাল্লারদের কণ্ঠে ভাটিয়ালি গান গীত হয়। নিঃসঙ্গ মাঝি তার কাজের অবসরে এই গান গায়। দিগন্ত বিস্তৃত জলরাশি, নীল আকাশ আর মন্থর নৌকায় একাকী মাঝি তার প্রাণের কথা যেন এই গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাদ্যযন্ত্র ছাড়া শুধু সুর আর কণ্ঠই এই গানের অবলম্বন। ‘ভেবে দেখলাম ভবনদীর নাইরে পারাপার/আমি যেই দিকে চাই, সেই দিকেই দেখি অকূল পাথার।’- গানটিতে নিঃসঙ্গের মনের বেদনা ও যন্ত্রণা প্রকাশ পেয়েছে।
ঝুমুর
এক বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত আঞ্চলিক ভাষায় রচিত নৃত্যগীত হল ঝুমুর। ছোটনাগপুর থেকে প্রান্তবর্তী গুজরাট কিংবা ঝাড়খণ্ড সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ জুড়ে ঝুমুরের বিস্তার। ‘নাচনি’ নৃত্যধারার সঙ্গে ঝুমুরের গভীর যোগ রয়েছে। অষ্টাদশ শতকে কলকাতায় বাবুসমাজের মনোরঞ্জনের জন্য নটীরা চটকদারি নিম্নরুচির ঝুমুরের প্রচলন করে। ঝুমুর বিভিন্ন প্রকারের’, যেমন- করমের ঝুমুর, দাঁড়শাইল ঝুমুর, ঠাট ঝুমুর, রাসলীলা ঝুমুর, ভাদুড়িয়া ঝুমুর প্রভৃতি উল্লেখযোগ্য। রাধাকৃষ্ণের বিরহ-মিলন কথাই এর উপজীব্য হলেও বিভিন্ন লৌকিক বিষয়, রাজনীতি-সমাজনীতি এবং ব্যঙ্গবিদ্রুপও এখন ঝুমুর গানে পরিবেশিত হয়।