শিল্পবিপ্লব কাকে বলে

শিল্পবিপ্লব কাকে বলে
শিল্পবিপ্লব কাকে বলে

সংজ্ঞা

‘শিল্প বিপ্লব’ কথাটি এখন বহুল প্রচলিত। বিখ্যাত ফরাসি দার্শনিক অগুস্ট ব্লকি ১৮৩৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘শিল্প বিপ্লব’ কথাটি ব্যবহার করেন। তারপর ১৮৮০-৮১ খ্রিস্টাব্দে বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক টয়েনবি ‘শিল্প বিপ্লব’ কথাটি জনপ্রিয় করে তোলেন। শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, তা নিয়ে পণ্ডিতরা একমত নন। সাধারণভাবে বলা যায় যে, অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে মূলত বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদনক্ষেত্রে তা প্রয়োগের ফলে শিল্পোৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন দেখা দেয়, তা শিল্প বিপ্লব নামে খ্যাত। ঐতিহাসিক ফিশার মনে করেন যে, দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতির দ্বারা শিল্পসামগ্রীর উৎপাদন এবং এর ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধিকে ‘শিল্প বিপ্লব’ বলা হয়। অধ্যাপক ফিলিস ডীন-এর মতে, কেবল যন্ত্রের দ্বারা উৎপাদন হলেই শিল্প বিপ্লব হয় না- এর সঙ্গে আরও কতকগুলি আনুষঙ্গিক পরিবর্তন ঘটলে তবেই তা শিল্প বিপ্লব হয়। এই বিষয়গুলি হল- 
  • মূলধন বিনিয়োগের দ্বারা যন্ত্রচালিত বৃহৎ কারখানা স্থাপন, 
  • উৎপাদিত পণ্য মুনাফার ভিত্তিতে বাজারে বিক্রি করা। 
  • উৎপাদন প্রক্রিয়ায় মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ, 
  • উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রমিকের পাশাপাশি মূলধন সরবরাহের জন্য ব্যাঙ্ক বা অর্থ বিনিয়োগকারী সংস্থার বিকাশ ঘটানো, 
  • মাল পরিবহনের উপযুক্ত ব্যবস্থা করা। এইসব ব্যবস্থার একত্র সমন্বয় ঘটলে তবেই তা শিল্প বিপ্লব হয়। 

ঐতিহাসিক প্লাম্ব বলেন যে, নব্যপ্রস্তর যুগের পর মানব-সভ্যতার অর্থনৈতিক জীবনে এত বড় পরিবর্তন আর ঘটেনি। ঐতিহাসিক সিপোলাবলেন যে, বিশ্ব ইতিহাসের কোনো বিপ্লবই শিল্প বিপ্লবের মতো নাটকীয় নয়। 

সূচনা- কবে ও কোথায়

  • অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ধীরে ধীরে মন্থর গতিতে বহু মানুষের সম্মিলিত চেষ্টার ফলে শিল্পবিপ্লব সংঘটিত হয়েছে। ফরাসি বিপ্লব বা অন্য কোনো বিপ্লবের মতো এতে কোনো চমক বা আকস্মিকতা নেই। তাই অনেক ঐতিহাসিক ‘শিল্পবিপ্লব’ কথাটির পরিবর্তে ‘শিল্প বিবর্তন’ কথাটি ব্যবহারের পক্ষপাতী। তবে এ কথাও ঠিক যে, শিল্পক্ষেত্রের এই পরিবর্তনটি মানুষের সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে যে আমূল ও সুদুরপ্রসারী পরিবর্তন এনেছিল তাতে তাকে ‘বিপ্লব’ বলা অযৌক্তিক নয়। অধ্যাপক বানি, বেয়ার্ড প্রমুখ একে বিপ্লব নামেই অভিহিত করেছেন।
  • এই বিপ্লব সর্বত্র একই সময়ে দেখা দেয়নি। বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে এবং পরে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এই বিপ্লবের সূচনা কবে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। আর্নল্ড টয়েনবি-র মতে ১৭৪৯-৬০ খ্রিস্টাব্দ হল শিল্প বিপ্লবের সূচনাকাল। ফিলিস ডীন-এ সম্পর্কে ১৭৬০-৮০ খ্রিস্টাব্দের কথা বলেন। রস্টো, হবস্বম্ প্রমুখ অধিকাংশ ঐতিহাসিক শেষোক্ত মতটিকেই সমর্থন করেন। মার্কিন ঐতিহাসিক নেফ অবশ্য এ ধরনের কোনো সুনির্দিষ্ট কালসীমা চিহ্নিতকরণের বিরোধী এবং তিনি ইতিহাসের প্রবহমানতায় বিশ্বাসী। তিনি শিল্পবিপ্লবের সূচনার সময় বলে ষোড়শ শতককে চিহ্নিত করেছেন। তাঁর মতে অষ্টাদশ শতকের সাফল্য গত দুশো বছরের বিবর্তনের ফসল।

Leave a Comment