![]() |
সুখবাদের ভিত্তিতে চার্বাকদের নির্দেশ কী? |
সুখবাদের ভিত্তিতে চার্বাকদের নির্দেশ
চার্বাক সুখবাদ যেহেতু ইন্দ্রিয় বা দেহকেন্দ্রিক, সেহেতু তাঁরা কখনোই পরসুখবাদের কথা বলেন না। আমাদের উচিত কর্ম হল যতটা সম্ভব আত্মসুখ ভোগ করা। অপরের সুখের কথা চিন্তা করা তাই একেবারেই নিরর্থক। আত্মসুখই হল জীবনের একমাত্র আদর্শ এবং এটাই হল শেষ কথা। সুখের গুণগত ভেদ, পরসুখের বিষয় এবং ভবিষ্যতের জন্য সঞ্চিত সুখের কথা শুধুমাত্র মূর্খরাই করে থাকেন, বিদ্বানরা নন। ভবিষ্যতের সঞ্চিত সুখের প্রতি কটাক্ষ করেই তাই চার্বাকরা নির্দেশ দিয়েছেন-
যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ।
ঋণং কৃত্বা ঘৃতং পিবেত।।
অর্থাৎ, বলা যায় যে, যতদিন বাঁচো ততদিন সুখে বাঁচো এবং প্রয়োজন হলে ধার করেও ঘি খাও এবং আনন্দ লাভ করো। সুখবাদের ভিত্তিতে চার্বাকদের এটাই হল নৈতিক নির্দেশ।