সেনেকা-র রাষ্ট্রভাবনা সম্পর্কে কী জান

ভূমিকা
রোমের বিশিষ্ট চিন্তাবিদ ও স্টোয়িক (Stoic) দর্শনের অনুগামী ছিলেন সেনেকা। সিসেরোর প্রায় এক শতাব্দী পরে সেনেকার আবির্ভাব ঘটে।
(1) রোমের পরিস্থিতির প্রভাব: সেনেকার রাষ্ট্রদর্শনের ওপর সমকালীন রোমের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব লক্ষ করা যায়। সেই সময় রোম ছিল চরম বিশৃঙ্খলায় জর্জরিত। সাধারণ মানুষ আইন মানার ক্ষেত্রে অনেকটাই বিরূপ ছিল। এই পরিস্থিতিতে সেনেকা কঠোর রাজতন্ত্র ছাড়া কোনো বিকল্প, উদার রাষ্ট্রব্যবস্থার কল্পনা করতে পারেননি। তিনি মনে করতেন যে, কোনোপ্রকার রাষ্ট্রব্যবস্থাই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে না। কারণ মানুষ ভীষণভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। তবে হতাশ হয়ে সেনেকা সৎ, সুস্থ ও জ্ঞানী লোকেদের সমাজ ছেড়ে চলে যেতে বলেননি। তিনি এক নতুন ধরনের এবং প্রায় অভূতপূর্ব আশাবাদের স্বপ্ন দেখেছেন।
(2) বৃহত্তর কমনওয়েলথ তত্ত্ব: সেনেকা তাঁর রাষ্ট্রদর্শনে স্টোয়িক রাষ্ট্রচিন্তার এক নতুন ও অভিনব ভাষ্য উপস্থাপন করেছেন। স্টোয়িক মতবাদে মানুষকে দুই ধরনের কমনওয়েলথ-এর সদস্য হিসেবে ঘোষণা করেছিলেন। যেমন-(ⅰ) মানুষ যে রাষ্ট্রের নাগরিক সেই রাষ্ট্রের প্রতি অনুগত থাকবেন। (ii) প্রত্যেকে এক বৃহত্তর রাষ্ট্রের সদস্য হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন যেখানে সকল সদস্যই বিচারবুদ্ধিসম্পন্ন জীব হিসেবে অবস্থান করেন। সেনেকা এই বৃহত্তর কমনওয়েলথকে একটি ‘সমাজ’ হিসেবে গ্রহণ করেছেন, রাষ্ট্র হিসেবে নয়।
(3) ভাববাদের প্রাধান্য: সেনেকা কিছুটা ভাববাদী (Utopian) ছবিটিতে এই বৃহত্তর সমাজ (Commonwealth)-এর চিন্তা করেছেন। তাঁর মতে, এই সমাজে নৈতিক ও ধর্মীয় বন্ধনগুলিই গুরুত্বপূর্ণ। সেখানে আইনগত বা রাজনৈতিক বন্ধন গুরুত্বহীন। সদ্গুণসম্পন্ন মানুষেরা এই বৃহত্তর সমাজে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার না-করেই মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।
(4) ধর্মীয় প্রভাব: সেনেকার রাষ্ট্রদর্শনে ধর্মীয় চিন্তার প্রভাব লক্ষ করা যায়। তিনি মানবপ্রকৃতির মধ্যে পাপপুণ্যের অবস্থান ও অন্তর্দ্বন্দ্বের কথা বলেছেন। তবে নৈতিকতার জয় সম্ভব। তাই সততা, দয়া, ক্ষমতা, সহিষ্ণুতা, ভালোবাসা, সহমর্মিতা ইত্যাদি গুণাবলির বিকাশ ঘটা সম্ভব। তিনি বিশ্বাস করতেন যে, রাষ্ট্রীয় আইন দ্বারা মানুষের পাপাচার, দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি প্রাক্-রাষ্ট্র মানবসমাজের প্রাকৃতিক অবস্থাকে অর্থাৎ সাম্যবাদী সমাজকে মানুষের অজ্ঞতার কারণ বলেই মনে করেন। অবশ্য রোমান আইনবিদদের ধ্যানধারণার সঙ্গে সেনেকার রাষ্ট্রদর্শন সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর