স্থিতধীর চেতনায় কোন্ ধরনের কর্ম দেখা যায়

স্থিতধীর চেতনায় কোন্ ধরনের কর্ম দেখা যায়
স্থিতধীর চেতনায় কোন্ ধরনের কর্ম দেখা যায়
নিষ্কাম কর্মের নীতিতত্ত্বে কখনোই কর্মত্যাগের বিষয়টিকে সমর্থন করা হয়নি। এরূপ নীতিতত্ত্ব তাই কখনোই কর্মনিষ্ক্রিয়তাকে প্রশ্রয় দেয় না। বরং বলা যায় যে, এরূপ নীতিতত্ত্বের ক্ষেত্রে নিরন্তরভাবে নিষ্কাম কর্ম করার পরামর্শই দেওয়া হয়েছে। গীতার মতে, একমাত্র স্থিতধী তথা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই এরূপ নিরন্তর কর্ম সম্পাদনে সমর্থ। গীতায় উল্লেখ করা হয়েছে যে, যে ব্যক্তি আত্মনিষ্ঠ অর্থাৎ দুঃখেও উদ্বিগ্ন নয়, আবার সুখেও আসক্ত নয়, ভয় এবং ক্রোধ-এই উভয় রিপু থেকেই যিনি মুক্ত, তিনিই হলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আর এরূপ ব্যক্তিকেই বলা হয় স্থিতধী ব্যক্তি। এরূপ ব্যক্তিরাই কেবল নিরন্তর নিষ্কামভাবে কর্ম সম্পাদনে সমর্থ।

Leave a Comment