স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল

স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল
স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল?

ভূমিকা

বিংশ শতকের ত্রিশের দশকের শুরু থেকেই একনায়কতন্ত্রী শক্তির উত্থানে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে গভীর সংকট সৃষ্টি হয় এবং স্পেনের রাজনীতিতে একনায়কতন্ত্রী শক্তি বনাম গণতান্ত্রিক শক্তির মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয়।

স্পেনের গৃহযুদ্ধের কারণ

স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি হল-

[১] প্রজাতান্ত্রিক সরকারের প্রতি ক্ষোভ: স্পেনে রাজতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু শাসকশ্রেণির অত্যাচারে অতিষ্ঠ হয়ে জনগণ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতান্ত্রিক সরকার স্থাপন করে। এই সরকার সাধারণ দেশবাসীর মঙ্গলের জন্য যেসব চেষ্টা করেছিল তার ফলে সুবিধাভোগী বিত্তবান শ্রেণির ব্যক্তিরা এই সরকারের প্রতি রুষ্ট হয়ে উঠেছিল।

[২] বিভিন্ন দলের মতাদর্শগত বিরোধ : প্রজাতান্ত্রিক সরকারের মধ্যেও কোনো ঐক্য ছিল না, বিভিন্ন দলের মতাদর্শগত বিরোধ ক্রমশ প্রকাশ হয়ে উঠেছিল। এই অবস্থায় স্পেনে রাজনৈতিক স্থায়িত্বের অভাব দেখা দেয়।

[৩] পপুলার ফ্রন্টের ভূমিকা: ১৯৩৬ খ্রিস্টাব্দের নির্বাচনে বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধভাবে অংশ নেয় এবং ‘পপুলার ফ্রন্ট’ (Popular front) নামে মোর্চা গঠন করে। নির্বাচনে পপুলার ফ্রন্ট জয়ী হয়ে স্যামুয়েলের প্রধানমন্ত্রিত্বে সরকার গঠন করে। এই সরকার কতকগুলি কল্যাণকর সংস্কারকার্যে সচেষ্ট হলে বিত্তশালী সম্প্রদায় শঙ্কিত হয়ে ওঠে এবং ফ্যাসিস্টপন্থীদের সঙ্গে হাত মেলায়।

[৪] সৈন্যবাহিনীর হস্তক্ষেপ : এই পরিস্থিতিতে সৈন্যবাহিনী হস্তক্ষেপ শুরু করে এবং ১৯৩৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে তারা জেনারেল ফ্রাঙ্কোর (General Franco) -র নেতৃত্বে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অন্যদিকে প্রজাতন্ত্রী সরকার ও বামপন্থীরা জেনারেল ফ্রাঙ্কোকে বাধা দেয় এবং এভাবে স্পেনে শুরু হয় গৃহযুদ্ধ।

উপসংহার

অবশেষে ১৯৩৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ফ্রাঙ্কোর সেনাবাহিনী জয়লাভে সমর্থ হয় এবং স্পেনের রাজধানী মাদ্রিদের পতন হলে প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতাচ্যুত হয় ও ফ্রাঙ্কোর নেতৃত্বে একটি একনায়কতন্ত্রী সরকার ক্ষমতাসীন হয় (এপ্রিল, ১৯৩৯ খ্রি.)।

Leave a Comment