স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো

স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো
স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো।

প্রথম অংশ

গণতন্ত্র ও শান্তি দুইই গভীর সংকটে জড়িত হয়। একনায়কতন্ত্রী ও সমরবাদী শক্তিগুলি দেশে দেশে গণতন্ত্র নিধনে অগ্রসর হয় আর অন্যদিকে শান্তি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। এরই প্রমাণ মেলে স্পেনের গৃহযুদ্ধে।

স্পেনের গৃহযুদ্ধের কারণ

(১) স্পেনে রাজতন্ত্রকে উচ্ছেদ করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও এই সরকার জনগণের আস্থাভাজন ছিল না। 
(২) স্পেনের রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত পার্থক্য রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছিল। ১৯৩৬ খ্রিস্টাব্দে বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ‘পপুলার ফ্রন্ট’ নামক মোর্চা গঠন করে নির্বাচনে জয় লাভ করে এবং অজানার প্রধানমন্ত্রিত্বে এক সরকার গঠন করে। 
(৩) কিন্তু স্পেনের বিত্তশালী মানুষরা স্পেনের নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে। এই অবস্থার সুযোগ নিয়ে স্পেনের জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করলেন।

প্রসার

স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো রাজনৈতিক ও সামরিক কারণে ফ্যাসিবাদী ইটালি ও নাতসিবাদী জার্মানির কাছ থেকে প্রত্যক্ষ সাহায্য লাভ করে। অন্যদিকে সোভিয়েত রাশিয়া প্রজাতান্ত্রিক সরকারকে সাহায্য করেছিল। তবে ইংল্যান্ড ও ফ্রান্স নিরপেক্ষতা নীতি অনুসরণ করেছিল।

ফ্রাঙ্কোর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা

১৯৩৭ খ্রিস্টাব্দে লিগ অফ নেশনস্ স্পেন থেকে সমস্ত বিদেশি সৈন্য অপসারণের জন্য এক প্রস্তাব নেয়। কিন্তু জার্মানি ও ইটালি এ দুজনের কেউই লিগের সভ্য ছিল না, তাই তারা লিগের প্রস্তাব উপেক্ষা করে ফ্রাঙ্কোকে পুরোদমে সাহায্য করেছিল। অবশেষে ১৯৩৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ফ্রাঙ্কোর সেনাবাহিনী জয়লাভে সমর্থ হয়। অবশেষে স্পেনের রাজধানী মাদ্রিদের পতন হলে প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতাচ্যুত হয় ও ফ্রাঙ্কোর নেতৃত্বে একনায়কতন্ত্রী সরকার ক্ষমতাসীন হয়। ফ্রাঙ্কো সর্বময় ক্ষমতা পেয়ে ‘এল কোদিলো’ নায়ক (El Caudillo) নামে পরিচিত।

দ্বিতীয় অংশ

স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব

স্পেনের ভেতরের ও বাইরের রাজনীতি দুটি ক্ষেত্রেই স্পেনের গৃহযুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ।

[১] স্পেনে ফ্যাসিস্ট সরকার গঠন : ফ্রাঙ্কোর অধিনায়কত্বে স্পেনে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।

[২] গণতান্ত্রিক দেশগুলির কূটনৈতিক পরাজয়: স্পেনের গৃহযুদ্ধের ফলে যেমন; ব্রিটেন, ফ্রান্স, ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলির রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় ঘটেছিল।

[৩] জার্মানি ও ইটালির উপকার: জার্মানি ও ইটালি বিশেষত জার্মানি নানাভাবে উপকৃত হয়েছিল। এই গৃহযুদ্ধে অংশ নিয়ে হিটলার তাঁর বিমানবাহিনীর দক্ষতা ও বিভিন্ন মারণাস্ত্রের ক্ষমতা পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন।

Leave a Comment