হিটলার কীভাবে অস্ট্রিয়া দখল করেছিলেন

হিটলার কীভাবে অস্ট্রিয়া দখল করেছিলেন
হিটলার কীভাবে অস্ট্রিয়া দখল করেছিলেন?
জার্মান হেরেনফোক ও লেবেনশ্রউম মতবাদ এবং জার্মান জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে হিটলার অস্ট্রিয়া দখল করেন। এর ফলে ভার্সাই ও সেন্ট জার্মান চুক্তি ভেঙে যায়।

অস্ট্রিয়া দখলের প্রেক্ষাপট

আনল্লুস নীতি: সেন্ট-জার্মান সন্ধির ৪০ নং ধারায় জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণ নিষিদ্ধ হয়। কিন্তু হিটলার জার্মান জাতির ঐক্য স্থাপনের জন্য জার্মানির সঙ্গে অস্ট্রিয়াকে সংযুক্ত করার নীতি গ্রহণ করেন-যা আনক্লুস নামে পরিচিত।

অস্ট্রিয়ায় নাতসি সংগঠন স্থাপন :
আনলুস নীতিকে কার্যকর করার জন্য হিটলার অস্ট্রিয়ায় নাতসি দলের শাখা স্থাপন করেন এবং গোপনে এদেরকে অস্ত্র সরবরাহ করা হয়। হিটলারের প্ররোচনায় অস্ট্রিয়ায় নাতসি অভ্যুত্থান ঘটে।

ব্রিটেনের মদত:
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হ্যালিফ্যাক্স এক সাক্ষাৎকারে হিটলারকে জানান যে, যদি জার্মানি শান্তিপূর্ণ উপায়ে ভার্সাই সন্ধি পরিবর্তন করে তবে তাতে ব্রিটেনের কোনো আপত্তি নেই। এবং অস্ট্রিয়ার দাবির প্রতি ব্রিটেনের নৈতিক সমর্থন আছে।

ইটালির প্রতিদান: আবিসিনিয়া দখলের সময় হিটলার মুসোলিনিকে সর্বতোভাবে সাহায্য করেছিল। তারই প্রতিদান হিসেবে ইটালি হিটলারের অস্ট্রিয়া দখলকে সমর্থন জানিয়েছিলেন। স্বভাবতই হিটলারের পক্ষে অস্ট্রিয়া দখলের আর কোনো প্রতিবন্ধকতা রইল না।

অস্ট্রিয়া দখল: অতঃপর হিটলারের চাপে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রি মুশনিগ অস্ট্রিয়ার নাতসি নেতা সিয়েস ইনকার্টকে পররাষ্ট্র মন্ত্রী করতে বাধ্য করেন। পরে মিয়েসের আহ্বানে জার্মান সেনা অস্ট্রিয়ায় প্রবেশ করে এবং কৃত্রিম গণভোটের দ্বারা হিটলার জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি পাকা করে নেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, অস্ট্রিয়ার ৯৯.৭৫% ভোেট জার্মানির সংযুক্তির পক্ষে দেওয়া হয়। অবশেষে ১৪ মার্চ ১৯৩৮ খ্রিস্টাব্দে হিটলার অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্তি করেন।

Leave a Comment