![]() |
১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার কারণগুলি কী ছিল? |
ভূমিকা
মহামন্দার কারণ
মহামন্দার সাধারণ কারণগুলি ছিল-
[১] মার্কিন বাণিজ্যের সংকোচন: প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভোগ্যপণ্য ও শিল্পজাত দ্রব্য আমেরিকা রপ্তানি করত। কিন্তু যুদ্ধ শেষে ইউরোপীয় দেশগুলির চাহিদা ক্রমশ হ্রাস পায় এবং এর ফলে আমেরিকার রপ্তানি বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। এর ফলে মার্কিন বাজারে পণ্যসম্ভারের স্তূপাকার হয়ে ওঠে। ফলত বাজারদর তলানিতে এসে নামে।
[২] ইউরোপীয় দেশগুলির স্বর্ণভান্ডারের সংকট: প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ পরিশোধ ও পণ্য কেনার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনা পাঠাতে হত এর ফলে সোনা প্রদানকারী দেশগুলির স্বর্ণ-ভাণ্ডার ক্রমশ শূন্য হয়ে যায় এবং তারা মার্কিন ঋণ পরিশোধে অসমর্থ হয়ে পড়ে।
[৩] সঞ্চয় প্রবণতা: মার্কিন যুক্তরাষ্ট্রের সচ্ছল আর্থিক অবস্থা সে দেশের সচ্ছল মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করেছিল। অভাবনীয়ভাবে এঁদের অনেকেই বেশি লাভের আশায় শেয়ার বাজারে অর্থ লগ্নি করেছিলেন।
[৪] শেয়ার বাজারে ধস: ১৯২০ দশকের শেষদিকে শেয়ার বাজারে যৌথ শিল্প-সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে। এক সময় শেয়ার বাজারের ঝানু দালালরা একের পর এক শেয়ার বিক্রি করতে থাকে। ১৯২৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর প্রায় ৩ কোটি শেয়ার কেনাবেচা হয়। এই দিনটি “কালো বৃহস্পতিবার” (Black Thursday) নামে পরিচিত এবং ওই দিনই ওয়ালস্ট্রিট-এর শেয়ার বাজারে ধস নামে ও ক্রমশ এই বিপর্যয় প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও পরে বিশ্বকে গ্রাস করে।