ইতিহাস : সাংস্কৃতিক সমন্বয় | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় MCQ | Class 12 3rd Semester MCQ

ইতিহাস : সাংস্কৃতিক সমন্বয় | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় MCQ – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

ইতিহাস : সাংস্কৃতিক সমন্বয় | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় MCQ

ইতিহাস : সাংস্কৃতিক সমন্বয় | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় MCQ
ইতিহাস : সাংস্কৃতিক সমন্বয় | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় MCQ

 

১। কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহত্যাগ করেন?
(ক) ১৫০৮
(খ) ১৫০৯
(গ) ১৫১০
(ঘ) ১৫১২।
উত্তরঃ (গ) ১৫১০ ✓

২। কার কাছে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন?
(ক) ঈশ্বরপুরী
(খ) মাধবাচার্য
(গ) তোতাপুরী
(ঘ) কেশব ভারতী।
উত্তরঃ (ঘ) কেশব ভারতী। ✓

৩। “তৃণাদপি সুমীচেন তরোরিব সহিষুণা। অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি”- এটি কার বাণী?
(ক) শ্রীচৈতন্য
(খ) জীব গোস্বামী
(গ) কৃষ্ণদাস কবিরাজ
(ঘ) সনাতন গোস্বামী।
উত্তরঃ (ক) শ্রীচৈতন্য ✓

৪। চৈতন্য মহাপ্রভুর দর্শন কী নামে পরিচিত?
(ক) দ্বৈতবাদ
(খ) শুদ্ধাদ্বৈতবাদ
(গ) অচিন্ত্য ভেদাভেদ
(ঘ) পুষ্টিমার্গ।
উত্তরঃ (গ) অচিন্ত্য ভেদাভেদ ✓

৫। মহাপ্রভু শ্রীচৈতন্য বিরচিত আটটি প্রার্থনামূলক শ্লোক কী নামে পরিচিত?
(ক) শিক্ষাষ্টক
(গ) কৃষ্ণপ্রেমামৃত
(খ) কৃষ্ণাশ্রয় চতুশ্লোক
(ঘ) কৃষ্ণাষ্টিকা।
উত্তরঃ (ক) শিক্ষাষ্টক ✓

৬। কোন্ ধর্মের প্রভাবে পদাবলি সাহিত্য ধারার সূচনা হয়?
(ক) নাথ
(খ) বৈষ্ণব
(গ) যোগী
(ঘ) ইসলাম।
উত্তরঃ (খ) বৈষ্ণব ✓

৭। ‘ষট্ সন্দর্ভ’ গ্রন্থের লেখক কে?
(ক) জীব গোস্বামী
(খ) রূপ গোস্বামী
(গ) কৃষ্ণদাস কবিরাজ
(ঘ) রামদাস।
উত্তরঃ (ক) জীব গোস্বামী ✓

৮। চৈতন্যদেব ১৫৩৩ খ্রিস্টাব্দে কোথায় শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন?
(ক) নবদ্বীপে
(খ) পুরীধামে
(গ) বারণসীতে
(ঘ) বৃন্দাবনে।
উত্তরঃ (খ) পুরীধামে ✓

৯। চৈতন্যদেব সম্পর্কে কে মন্তব্য করেছিলেন, “তখনকার দিনের হিন্দুধর্মের গন্ডী-সঙ্কীর্ণতা ঘুচাইয়া ধর্মসাধনায় ও অধ্যাত্মভাবনায় সব মানুষের সমান অধিকার মানিয়া অখন্ড বাঙ্গালী জাতি গড়িয়া তুলিলেন শ্রীচৈতন্য তাঁহার চারিত্র্যের দ্বারা।…….. ইহাই বাঙ্গালী জাতির প্রথম জাগরণ।”
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুকুমার সেন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ক্ষিতিমোহন সেন।
উত্তরঃ (খ) সুকুমার সেন ✓

১০। অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) শংকরাচার্য
(খ) শ্রীমন্ত শঙ্করদেব
(গ) জগন্নাথ দাস
(ঘ) অচ্যুতানন্দ।
উত্তরঃ (খ) শ্রীমন্ত শঙ্করদেব ✓

১১। শ্রীমন্ত শঙ্করদেবের প্রচারিত ধর্মের মূলকথা ছিল-
(ক) বৈষ্ণব ধর্ম
(খ) নাম-ধর্ম
(গ) রামাৎ বৈষ্ণব
(ঘ) শ্রীবৈষ্ণব।
উত্তরঃ (খ) নাম-ধর্ম ✓

১২। অসমে নব্য বৈষ্ণবধর্ম প্রচার করেন-
(ক) রামানন্দ
(খ) কবীর
(গ) শংকরদেব
(ঘ) চৈতন্যদেব।
উত্তরঃ (গ) শংকরদেব ✓

১৩। শ্রীমন্ত শঙ্করদেবের ধর্মমত কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
(ক) বেদ
(খ) উপনিষদ
(গ) ভাগবত
(ঘ) শ্রীকৃষ্ণকীর্তন।
উত্তরঃ (গ) ভাগবত ✓

১৪। একেশ্বরবাদে বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন?.
(ক) রঙ্গনাথ
(খ) শ্রীকৃষ্ণ
(গ) রাম
(ঘ) শিব।
উত্তরঃ (খ) শ্রীকৃষ্ণ ✓

১৫। কার ধর্মকে ‘একশরণ ধর্ম’ বলা হয়?
(ক) শ্রীচৈতন্যের
(খ) দাদু দয়ালের
(গ) শ্রীমন্ত শঙ্করদেবের
(ঘ) রামদাসের।
উত্তরঃ (গ) শ্রীমন্ত শঙ্করদেবের ✓

১৬। গুণমালা, কীর্তনঘোষা, হরিশচন্দ্র উপাখ্যান, ভক্তি প্রদীপ গ্রন্থগুলির রচনাকার কে?
(ক) বড়ু চন্ডীদাস
(খ) জীব গোস্বামী
(গ) শ্রীমন্ত শঙ্করদেব
(ঘ) বৃন্দাবন দাস।
উত্তরঃ (গ) শ্রীমন্ত শঙ্করদেব ✓

১৭। ভাগবত পুরাণের অংশবিশেষ কে অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন?
(ক) সুরদাস
(খ) রামদাস
(গ) শঙ্করদেব
(ঘ) নামদেব।
উত্তরঃ (গ) শঙ্করদেব ✓

১৮। মহাত্মা গান্ধির প্রিয় ভজন ‘বৈঘ্নব জন তো তেনে কহিয়ে’-এর রচয়িতা কে ছিলেন?
(ক) ঘাসিদাস
(খ) জগজীবন দাস
(গ) নরসিংহ মেহতা
(ঘ) ত্যাগরাজা।
উত্তরঃ (গ) নরসিংহ মেহতা ✓

১৯। ভক্তি আন্দোলনের তাত্ত্বিক দিকের মধ্যে কোল্টিন্ট বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল?
(ক) উপাস্য দেবতার চিত্রকল্প তৈরি
(খ) সার্বজনীন প্রেম ও ঐক্যের প্রসার
(গ) জাতিবৈষম্য এবং সামাজিক বিভাজন
(ঘ) গুরুর প্রতি শ্রদ্ধা এবং গুরু-শিষ্যের সম্পর্ক প্রচার।
উত্তরঃ (খ) সার্বজনীন প্রেম ও ঐক্যের প্রসার ✓

২০। জগন্নাথ উপাসনার উৎপত্তিস্থল হল-
(ক) বাংলা
(খ) ওড়িশা
(গ) বিহার
(ঘ) বৃন্দাবন।
উত্তরঃ (খ) ওড়িশা ✓

২১। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন-এই চার দেবদেবীর উপাসনা তত্ত্ব বিবর্তনের মধ্য দিয়ে কোন্ উপাসনা রূপায়িত হয়েছে?
(ক) ভাগবত
(খ) রামাৎ বৈষ্ণব
(গ) জগন্নাথ
(ঘ) বিষ্ণু
উত্তরঃ (গ) জগন্নাথ ✓

২২। ষষ্ঠ শতকে পূর্ব ওড়িশায় কোন্ দেবতার পুজো হত?
(ক) রঙ্গনাথ
(খ) মনীনাগেশ্বর
(গ) বিঠঠল
(ঘ) গোরক্ষনাথ।
উত্তরঃ (খ) মনীনাগেশ্বর ✓

২৩। কোন্ রাজাদের আমলে কোঙ্গদ ও তোেসালী অঞ্চলে পুরুষোত্তম, বলদেব ও দেবী স্তম্ভেশ্বরী পূজিত হতেন?
(ক) ভৌমকার
(খ) গঙ্গ
(গ) গজপতি
(ঘ) নাগ।
উত্তরঃ (ক) ভৌমকার ✓

২৪। জগন্নাথ উপাসনা ওড়িশার মূল ভূখন্ড থেকে কোন্ রাজবংশের সময়কালে সন্নিহিত অঞ্চলে ছড়িয়ে পড়ে?
(ক) ভৌমকার
(খ) গজপতি
(গ) নাগ
(ঘ) গঙ্গ।
উত্তরঃ (ঘ) গঙ্গ। ✓

২৫। জগন্নাথ উপাসনার ধারায় কোন্ ধর্ম মিলে গেছে?
(ক) নাথ ধর্ম
(খ) বৌদ্ধ মহাযানবাদ
(গ) ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্মাচার
(ঘ) সবকটিই।
উত্তরঃ (ঘ) সবকটিই। ✓

২৬। বাংলার ধর্ম-ঠাকুরের অনুষ্ঠানে কোন্ উপাসনার প্রভাব পড়েছে?
(ক) নাথ-যোগী
(খ) জগন্নাথ
(গ) সহজিয়া
(ঘ) ধর্মমঙ্গল।
উত্তরঃ (খ) জগন্নাথ ✓

২৭। নাথ-যোগী সম্প্রদায়ের মানুষের আদিগুরু বা আরাধ্য দেবতা হলেন-
(ক) শিব বা আদিনাথ
(খ) জগন্নাথ
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) বিষ্ণু।
উত্তরঃ (ক) শিব বা আদিনাথ ✓

২৮। সুকুমার সেনের মতে নাথ ধর্মের উৎপত্তি কোথা থেকে হয়েছিল?
(ক) দক্ষিণ ভারত
(খ) পশ্চিম বাংলা
(গ) উত্তর ও উত্তর-পূর্ব বাংলা
(ঘ) পশ্চিম ভারত।
উত্তরঃ (গ) উত্তর ও উত্তর-পূর্ব বাংলা ✓

২৯। নাথ ধর্মে কতজন গুরুর কথা পাওয়া যায়?
(ক) ৫
(খ) ৬
(গ) ৮
(ঘ) ৯।
উত্তরঃ (ঘ) ৯। ✓

৩০। নাথগুরুদের কথা পাওয়া যায়-
(ক) বেদে
(খ) চর্যাপদে
(গ) শ্রীকৃষ্ণকীর্তনে
(ঘ) চৈতন্য ভাগবতে।
উত্তরঃ (খ) চর্যাপদে ✓

৩১। নাথ সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন-
(ক) মৎস্যেন্দ্রনাথ
(খ) গোরক্ষনাথ
(গ) ভুসুকপা
(ঘ) কাহ্নপা।
উত্তরঃ (খ) গোরক্ষনাথ ✓

৩২। গোরক্ষনাথের গুরু হিসেবে কাকে ধরা হয়?
(ক) আদিনাথ
(খ) কাহ্নপা
(গ) মৎস্যেন্দ্রনাথ
(ঘ) জলন্ধর।
উত্তরঃ (গ) মৎস্যেন্দ্রনাথ ✓

৩৩। বাংলায় নাথপন্থীদের কী বলা হয়?
(ক) যোগী বা যুগী
(খ) গৌড়ীয় বৈষব
(গ) বাউল
(ঘ) মাহেশ্বর সিদ্ধ।
উত্তরঃ (ক) যোগী বা যুগী ✓

৩৪। উত্তর ভারতের নাথপন্থীরা কান ফুটো করে অলংকার পরতেন বলে এঁদে বলা হত-
(ক) কুণ্ডলীন
(খ) কান্-ফট যোগী
(গ) মুদ্রক
(ঘ) কর্ণ যোগী।
উত্তরঃ (খ) কান্-ফট যোগী ✓

৩৫। নাথপন্থীরা কীসের সাহায্যে জড়দেহকে জীবদেহে পরিণত করা যায় বলে মনে করতেন?
(ক) হঠযোগ
(খ) তন্ত্রসাধনা
(গ) ধর্মগ্রন্থ পাঠ
(ঘ) বাণী প্রচার
উত্তরঃ (ক) হঠযোগ ✓

৩৬। ‘গোরক্ষবিজয়’ ও ‘মীনচেতন’ গ্রন্থ দুটি হল-
(ক) পদাবলি সাহিত্য
(খ) পুরাণ সাহিত্য
(গ) নাথসাহিত্য
(ঘ) মঙ্গল সাহিত্য।
উত্তরঃ (গ) নাথসাহিত্য ✓

৩৭। ভারতীয় লৌকিক ধর্মের একটি ভাগ হল-
(ক) বৈদিক ধর্ম
(খ) জৈন ধর্ম
(গ) সুফি ধর্ম
(ঘ) সহজিয়া ধর্ম।
উত্তরঃ (ঘ) সহজিয়া ধর্ম। ✓

৩৮। পালযুগে বাংলায় মহাযানবাদের সঙ্গে নব ধর্মদর্শনের অনুপ্রবেশের ফলস্বরূপ যে নতুন বৌদ্ধ ধর্মের উন্মেষ ঘটেছিল, তা হল-
(ক) নাথ-যোগী
(খ) সহজিয়া ধর্ম বা বৌদ্ধ তান্ত্রিক ধর্ম
(গ) হীনযানবাদ
(ঘ) মহাসাংঘিকা।
উত্তরঃ (খ) সহজিয়া ধর্ম বা বৌদ্ধ তান্ত্রিক ধর্ম ✓

৩৯। সর্বমোট কতজন সিদ্ধাচার্য ছিলেন?
ক) ৭৪
(খ) ৮০
(গ) ৮১
(ঘ) ৮৪।
উত্তরঃ (ঘ) ৮৪ ✓

৪০। সরহ, নাগার্জুন, কাহ্নপাদ, অদ্বয়বজ্র, তিল্লোপাদ ছিলেন-
(ক) শাক্ত আচার্য
(খ) সহজিয়া সিদ্ধাচার্য
(গ) বৈষ্ণব গুরু
(ঘ) বীরশৈব গুরু।
উত্তরঃ (খ) সহজিয়া সিদ্ধাচার্য ✓

৪১। বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রবর্তন করেন-
(ক) লুইপাদ
(খ) কাহ্নপাদ
(গ) ভুসুকপাদ
(ঘ) চাটিল পাদ।
উত্তরঃ (ক) লুইপাদ ✓

৪২। খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতকে আবির্ভূত সহজিয়া সাধকগণ কান্ ভাষায় গ্রন্থ রচনা করতেন?
(ক) পালি
(খ) সংস্কৃত
(গ) অপভ্রংশ
(ঘ) প্রাকৃত।
উত্তরঃ (গ) অপভ্রংশ ✓

৪৩। এক নেপাল থেকে সিদ্ধাচার্যগণ কর্তৃক বিরচিত বৌদ্ধ চর্যাগীতির সংকলন উদ্ধার করেছিলেন?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(গ) মদনমোহন তর্কালংকার
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
উত্তরঃ (ক) হরপ্রসাদ শাস্ত্রী ✓

৪৪। হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ চর্যাগীতির সংকলন কী নামে প্রকাশ করেছিলেন?
(ক) দোঁহাকোষ
(খ) চর্যাচর্যবিনিশ্চয়
(গ) চৈতন্যমঙ্গল
(ঘ) ধর্মমঙ্গল।
উত্তরঃ (খ) চর্যাচর্যবিনিশ্চয় ✓

৪৫। বৈষ্ণব সহজিয়াদের মধ্যে প্রখ্যাত ছিলেন–
(ক) নামদেব
(খ) রামানন্দ
(গ) কবীর
(ঘ) বড়ু চন্ডীদাস।
উত্তরঃ (ঘ) বড়ু চন্ডীদাস। ✓

৪৬। বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে কোন্ ধর্ম সম্পর্কে জানা যায়?
(ক) শাক্ত
(খ) নায়নার
(গ) সহজিয়া
(ঘ) পাশুপত।
উত্তরঃ (গ) সহজিয়া ✓

৪৭। ইসলাম ধর্মে আত্মসংযম, সহজ-সরলভাবে ঈশ্বর আরাধনা ও রহস্যবাদী যে মতাদর্শের উদ্ভব ঘটে তা হল-
(ক) মুতাজিলা
(খ) সুফিবাদ
(গ) শিয়া
(ঘ) সুন্নি।
উত্তরঃ (খ) সুফিবাদ ✓

৪৮। সুফিবাদের অপর নাম হল-
(ক) চিল্লা
(খ) পাস-ই-আনপাস
(গ) তাসাউফ
(ঘ) শুহূদীয়া।
উত্তরঃ (গ) তাসাউফ ✓

৪৯। ‘সাফ’ কথাটির অর্থ হল-
(ক) পবিত্রতা
(খ) অতীন্দ্রিয়বাদ
(গ) সারিবদ্ধভাবে দাঁড়ানো
(ঘ) আত্মসমর্পণ।
উত্তরঃ (গ) সারিবদ্ধভাবে দাঁড়ানো ✓

৫০। পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞানপিপাসু ভক্তবৃন্দ হল-
(ক) সাফ
(খ) সাফা
(গ) সুফ
(ঘ) সুফফা।
উত্তরঃ (ঘ) সুফফা। ✓

৫১। অধিকাংশ পন্ডিতদের মতে ‘সুফি’ শব্দের উৎপত্তি হয়েছে-
(ক) সাফা থেকে
(খ) সুফ থেকে
(গ) সিফা থেকে
(ঘ) শরা থেকে।
উত্তরঃ (খ) সুফ থেকে ✓

৫২। মোটা পশমের বস্ত্র পরিধানকারী সরলতা ও পবিত্রতার প্রতীক ধর্মপ্রাণ ব্যক্তিদের কী বলা হয়?
(ক) সিফা
(খ) সুফফা
(গ) সুফ
(ঘ) সাফা।
উত্তরঃ (গ) সুফ ✓

৫৩। একজন মহিলা সুফির নাম হল-
(ক) ফতিমা
(খ) রাবিয়া অল-বসরি
(গ) শাহজার অল-দুর্
(ঘ) তাজ উল-অলম।
উত্তরঃ (খ) রাবিয়া অল-বসরি ✓

৫৪। সুফিবাদের আবির্ভাব ঘটেছিল-
(ক) পশ্চিম এশিয়ায়
(খ) দক্ষিণ এশিয়ায়
(গ) মধ্য এশিয়ায়
(ঘ) পূর্ব এশিয়ায়।
উত্তরঃ (গ) মধ্য এশিয়ায় ✓

৫৫। ‘ইসলামের অতীন্দ্রিয়বাদী রূপ হল সুফিবাদ’- উক্তিটি-
(ক) ইউসুফ হুসেনের
(খ) ফিলিপ হিট্টির
(গ) গ্রিয়ারসনের
(ঘ) নুরুল হাসানের।
উত্তরঃ (খ) ফিলিপ হিট্টির ✓

৫৬। সুফিবাদ কোন্ সময় পর্যন্ত একটি অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনা ছিল?
(ক) সপ্তম শতক
(খ) অষ্টম শতক
(গ) নবম শতক
(ঘ) দশমশতক।
উত্তরঃ (গ) নবম শতক ✓

৫৭। কোন্ সময়ে সুফিদর্শন তত্ত্বের উদ্ভব ঘটে?
(ক) দশম
(খ) একাদশ
(গ) দ্বাদশ
(ঘ) ত্রয়োদশ।
উত্তরঃ (ক) দশম ✓

৫৮। কার আমলে সুফি দর্শনতত্ত্বের উদ্ভব ঘটেছিল?
(ক) ইব্রাহিম-ই-আদমের
(খ) অল-হাসান-অল-বসরির
(গ) মনসুর অল-হাল্লাজের
(ঘ) হুসেন-বিন-মুনসুলের।
উত্তরঃ (ঘ) হুসেন-বিন-মুনসুলের। ✓

৫৯। সুফিবাদ ইসলাম ধর্মের একটা অংশ, এ বিষয়ে সন্দেহ নেই। তফাত এই যে, গোঁড়া মুসলমানরা ধর্মাচরণের উপর জোর দেন, কিন্তু সুফিরা গুরুত্ব দেন অন্তরের শুদ্ধতাকে।’- কথাটি কার?
(ক) ইরফান হাবিবের
(খ) রিজভির
(গ) ইউসুফ হুসেনের
(ঘ) পানিক্করের।
উত্তরঃ (গ) ইউসুফ হুসেনের ✓

৬০। মুতাজিলা বা যুক্তিবাদী দর্শনের পতনের পর ঐতিহ্যপন্থীদের ক্ষমতার যে বৃদ্ধি ঘটেছিল, তার পরিণামে ইসলাম ধর্মকে কেন্দ্র করে ঐতিহ্যপন্থীরা বিভক্ত হন-
(ক) চারটি সম্প্রদায়ে
(খ) ছটি সম্প্রদায়ে
(গ) পাঁচটি সম্প্রদায়ে
(ঘ) তিনটি সম্প্রদায়ে।
উত্তরঃ (ক) চারটি সম্প্রদায়ে ✓

আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ

Leave a Comment