পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ | HS History 3rd semester First Chapter MCQ Exclusive Answer

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ
পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ

১। ভারতভ্রমণ কালে ইবন বতুতা কোন্ শহরকে ‘এক বড়ো শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম’ (“A vast city, with a great population, the largest in India”) বলে উল্লেখ করেছেন?
(ক) দৌলতাবাদ
(খ) আগ্রা
(গ) কলকাতা
(ঘ) দিল্লি।
উত্তরঃ (ঘ) দিল্লি। ✓

২। ইবন বতুতার মতে, ‘সুলতান ছিলেন একাধারে দয়ার সাগর এবং রক্তপিপাসু।’ এখানে ‘সুলতান’ বলতে তিনি বুঝিয়েছেন-
(ক) আলাউদ্দিন খলজিকে
(খ) মহম্মদ বিন তুঘলককে
(গ) গিয়াসউদ্দিন বলবনকে
(ঘ) ইলতুৎমিসকে।
উত্তরঃ (খ) মহম্মদ বিন তুঘলককে ✓

৩। কোন্ সুলতান বিদেশিদের রাজপদে নিয়োগ করে ‘আজিসউচ্চ পদবিতে ভূষিত করেন?
(ক) মহম্মদ বিন তুঘলক
(খ) সুলতান মামুদ
(গ) আলাউদ্দিন খলজি
(ঘ) ইলতুৎমিস।
উত্তরঃ (ক) মহম্মদ বিন তুঘলক ✓

৪। ডাকব্যবস্থার সুন্দর বিবরণ দিয়েছেন। এই ইবন বতুতা তাঁর বিবরণীতে ডাকব্যবস্থার প্রবর্তক ছিলেন-
(ক) মহম্মদ বিন তুঘলক
(খ) আলাউদ্দিন খলজি
(গ) শের শাহ
(ঘ) ইলতুৎমিস।
উত্তরঃ (ক) মহম্মদ বিন তুঘলক ✓

৫। ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয়-
(ক) দাওআ
(খ) উলাক
(গ) আজিস
(ঘ) মিনজনিক।
উত্তরঃ (খ) উলাক ✓

৬। পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছোনোর ব্যবস্থা কী নামে পরিচিত?
(ক) দাওআ
(খ) উলাক
(গ) আজিস
(ঘ) মির্জনিক্।
উত্তরঃ (ক) দাওআ ✓

৭। মহম্মদ বিন তুঘলকের আদেশে ‘সুলতানের দূত’ বা ‘ভারতের দূত’ হিসেবে ইবন বতুতা যান-
(ক) সিংহলে
(খ) পারস্যে
(গ) চিন দেশে
(ঘ) মরক্কোতে।
উত্তরঃ (গ) চিন দেশে ✓

৮। চিন দেশের উদ্দেশে যাত্রাকালে ইবন বতুতা এসে পৌঁছান সন্দাবুর দ্বীপে, যার বর্তমান নাম-
(ক) কায়ল
(খ) কুইলন
(গ) গোয়া
(ঘ) সুন্দরবন।
উত্তরঃ (গ) গোয়া ✓

৯। সন্দাবুর থেকে কুইলন পর্যন্ত বিস্তৃত ভারতের সমুদ্র উপকূল কী নামে পরিচিত?
(ক) মালাবার
(খ) কোঙ্কন
(গ) করমণ্ডল
(ঘ) গুজরাট।
উত্তরঃ (ক) মালাবার ✓

১০। ইবন বতুতার মতে, কোন্ বন্দর শুধু মালাবার উপকূলেরই নয়, সমগ্র পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম?
(ক) কায়ল
(খ) কুইলন
(গ) কালিকট
(ঘ) সোনার গাঁ।
উত্তরঃ (গ) কালিকট ✓

১১। ইবন বতুতার বর্ণনা অনুযায়ী, কালিকটের রাজা জনগণের কাছে কী নামে পরিচিত?
(ক) সুলতান
(খ) সামুরি
(গ) আজিস
(ঘ) সুলি।
উত্তরঃ (খ) সামুরি ✓

১২। কোন্ অঞ্চলের কথা বলা হয়েছে?
(ক) মালাবার উপকূল
(খ) কালিকট বন্দর
(গ) কুইলন শহর
(ঘ) মালদ্বীপপুঞ্জ।
উত্তরঃ (খ) কালিকট বন্দর ✓

১৩। কুইলন অঞ্চলের বণিকদের কী বলা হত?
(ক) জামোরিন
(খ) সামুরি
(গ) সুলি
(ঘ) ম্লেচ্ছ।
উত্তরঃ (গ) সুলি ✓

১৪। কালিকট বন্দর থেকে ইবন বতুতা কোথায় পৌঁছান?
(ক) মালদ্বীপ
(খ) আসাম
(গ) কুইলন
(ঘ) সিংহল।
উত্তরঃ (ক) মালদ্বীপ ✓

১৫। মালদ্বীপের অধিবাসীরা অধিকাংশই হলেন-
(ক) হিন্দু
(খ) মুসলমান
(গ) খ্রিস্টান
(ঘ) বৌদ্ধ।
উত্তরঃ (খ) মুসলমান ✓

১৬। ইবন বতুতার বর্ণনা অনুযায়ী, ভারতের এই অঞ্চলে প্রচুর নারকেল গাছ ছিল। নারকেল, নারকেল দড়ি, ছোবড়া ইত্যাদি রফতানি করে প্রচুর অর্থ আসত। অঞ্চলটি হল-
(ক) মালাবার
(খ) কালিকট
(গ) ঢাকা
(ঘ) মালদ্বীপ।
উত্তরঃ (ঘ) মালদ্বীপ। ✓

১৭। বাংলার প্রথম যে শহরে এসে ইবন বতুতা উপস্থিত হন, তার নাম-
(ক) সুদকাওয়ান (চট্টগ্রাম)
(খ) মুরশিদাবাদ
(গ) কুইলন
(ঘ) কলকাতা।
উত্তরঃ (ক) সুদকাওয়ান (চট্টগ্রাম) ✓

১৮। কোথায় প্রচুর ধান উৎপন্ন হয় বলে লিখেছেন ইবন বতুতা?
(ক) মালাবারে
(খ) কালিকটে
(গ) মালদ্বীপে
(ঘ) বাংলায়।
উত্তরঃ (ঘ) বাংলায়। ✓

১৯। ইবন বতুতার বর্ণনা অনুযায়ী, বিদেশিরা দোজখ-ই-নিয়ামত’ বা ‘সুন্দর জিনিসে পরিপূর্ণ একটি নরক’ বলে উপহাস করতেন যে অঞ্চলটিকে, সেটি হল-
(ক) মালাবার
(খ) কুইলন
(গ) দিল্লি
(ঘ) বাংলা।
উত্তরঃ (ঘ) বাংলা। ✓

২০। ইবন বতুতা কোন্ নদীকে ‘নীলনদী’ (Blue River) বলে উল্লেখ করেছেন?
(ক) সিন্ধুনদ
(খ) গঙ্গা নদী
(গ) মেঘনা নদী
(ঘ) মহানদী।
উত্তরঃ (গ) মেঘনা নদী ✓

২১। দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন-
(ক) দৌলতাবাদে বা দেবগিরিতে
(খ) কনৌজে
(গ) ফতেহপুর সিকরিতে
(ঘ) গুজরাটে।
উত্তরঃ (ক) দৌলতাবাদে বা দেবগিরিতে ✓

২২। কোন্ পর্যটক গঙ্গা নদীর পবিত্রতা বিষয়ে ভারতীয়দের বিশ্বাস নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন?
(ক) অল-বিরুনি
(খ) ইবন বতুতা
(গ) বার্নিয়ে
(ঘ) মার্কো পোলো।
উত্তরঃ (খ) ইবন বতুতা ✓

২৩। ইবন বতুতা তানজানিয়ায় ফিরে যান-
(ক) ১৩৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৩৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৩৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৬৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৩৫৪ খ্রিস্টাব্দে ✓

২৪। ইবন বতুতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনুমানিক-
(ক) ১৩৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৩৭৭ খ্রিস্টাব্দে
(গ) ১৩৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৮৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৩৭৭ খ্রিস্টাব্দে ✓

২৫। ‘আমার কিছু কথা অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আমি চোখে যা দেখেছি, তাই লিখেছি। এই সকল ঘটনাকে আমি সত্য বলে গ্রহণ না করে পারি না।’- একথা বলেছেন-
(ক) অল-মাসুদি
(খ) বার্নিয়ে
(গ) মার্কো পোলো
(ঘ) ইবন বতুতা।
উত্তরঃ (ঘ) ইবন বতুতা। ✓

২৬। অন্যান্য বিদেশিদের তুলনায় ইবন বতুতার বিবরণ সর্বোৎকৃষ্ট এবং সম্পূর্ণ। একথা বলেছেন ঐতিহাসিক-
(ক) কে এম আশরফ
(খ) সতীশচন্দ্র
(গ) ইরফান হাবিব
(ঘ) এ এস এস রিজভি।
উত্তরঃ (ক) কে এম আশরফ ✓

২৭। পারস্যের পর্যটকের নাম হল-
(ক) পায়েজ
(খ) নুনিজ
(গ) আবদুর রজ্জাক
(ঘ) নিকোলো কন্টি।
উত্তরঃ (গ) আবদুর রজ্জাক ✓

২৮। কত খ্রিস্টাব্দে আবদুর রজ্জাক জন্মগ্রহণ করেন?
(ক) ১৪১৫ খ্রিস্টাব্দ
(খ) ১৪২০ খ্রিস্টাব্দ
(গ) ১৪১৩ খ্রিস্টাব্দ
(ঘ) ১৪২৮ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৪১৩ খ্রিস্টাব্দ ✓

২৯। আবদুর রজ্জাক কোন্ পারস্য / পারসিক সম্রাটের রাজদরবারে কাজি হিসেবে নিযুক্ত হয়েছিলেন?
(ক) জাহান খান
(খ) ইয়াকুব
(গ) মির্জা শাহরুখ
(ঘ) প্রথম ইসমাইল।
উত্তরঃ (গ) মির্জা শাহরুখ ✓

৩০। মির্জা শাহরুখ কার পুত্র ছিলেন?
(ক) উলুঘ বেগ-এর
(খ) পির মহম্মদ-এর
(গ) খালিল সুলতানের
(ঘ) তৈমুর লঙ-এর।
উত্তরঃ (ঘ) তৈমুর লঙ-এর। ✓

৩১। ‘মাতলা-উস-সাদাইন ওয়া মাজমা-উল-বাহরিন (The Rise of the Two auspicious constellations and the confluence of the Two Oceans) গ্রন্থটি কে রচনা করেন?
(ক) মার্কো পোলো
(খ) কলহন
(গ) আবদুর রজ্জাক
(ঘ) অল-মাসুদি।
উত্তরঃ (গ) আবদুর রজ্জাক ✓

৩২। কত খ্রিস্টাব্দে আবদুর রজ্জাক পারস্য থেকে কালিকটের উদ্দেশে যাত্রা শুরু করেন?
(ক) ১৪৪০ খ্রিস্টাব্দের এপ্রিল
(খ) ১৪৪২ খ্রিস্টাব্দের জানুয়ারি
গ) ১৪৪৩ খ্রিস্টাব্দের জানুয়ারি
(ঘ) ১৪৪৪ খ্রিস্টাব্দের মার্চ।
উত্তরঃ (খ) ১৪৪২ খ্রিস্টাব্দের জানুয়ারি ✓

৩৩। পঞ্চদশ শতকের ভারতে মালাবার উপকূলের সর্বশ্রেষ্ঠ বন্দর ছিল-
(ক) লোথাল
(খ) কালিকট
(গ) তাম্রলিপ্ত
(ঘ) মালদ্বীপ।
উত্তরঃ (খ) কালিকট

৩৪। কালিকটের সামুরী (শাসক)-এর মৃত্যু হলে তাঁর উত্তরাধিকারী হন-
(ক) বোনের সন্তান
(খ) জ্যেষ্ঠ ভ্রাতা
(গ) কনিষ্ঠ পুত্র
(ঘ) সেনাপতির পুত্র।
উত্তরঃ (ক) বোনের সন্তান ✓

৩৫। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে কালিকটের অধিবাসীদের দেখে বিস্মিত হয়ে তাদের ‘এক অদ্ভুত জাতি’ (A strange nation) বলে অভিহিত করেছেন?
(ক) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(খ) র‍্যালফ ফিচ
(গ) আবদুর রজ্জাক
(ঘ) অল-মাসুদি।
উত্তরঃ (গ) আবদুর রজ্জাক ✓

৩৬। আবদুর রজ্জাক কালিকটে কতদিন পর্যন্ত অবস্থান করেছিলেন?
(ক) ৩ বছর
(খ) ৫/৬ মাস
(গ) ১০ দিন
(ঘ) ১ বছর।
উত্তরঃ (খ) ৫/৬ মাস ✓

৩৭। আবদুর রজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন?
(ক) প্রথম বুক্ক
(খ) দ্বিতীয় হরিহর
(গ) প্রথম দেবরায়
(ঘ) দ্বিতীয় দেবরায়।
উত্তরঃ (ঘ) দ্বিতীয় দেবরায়। ✓

৩৮। কোন্ বিজয়নগর রাজার দরবারে আবদুর রজ্জাককে পান, কপূর, মুদ্রা প্রভৃতি দ্রব্যসামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়েছিল?
(ক) বীর নরসিংহ
(খ) কৃষ্ণদেব রায়
(গ) দ্বিতীয় দেবরায়
(ঘ) দ্বিতীয় বিরুপাক্ষ।
উত্তরঃ (গ) দ্বিতীয় দেবরায় ✓

৩৯। আবদুর রজ্জাকের বর্ণনা অনুযায়ী, রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তঃপুরে কতজন রানি ও উপপত্নী ছিলেন?
(ক) ১০০
(খ) ৭০০
(গ) ২০০
(ঘ) ৩০০।
উত্তরঃ (খ) ৭০০ ✓

৪০। বিজয়নগর সাম্রাজ্যে রাজপ্রাসাদের বামদিকে অবস্থিত দেওয়ানের বিশাল দফতরটি কী নামে পরিচিত ছিল?
(ক) কাণ্ডাচার
(খ) দিওয়ান-ই-ইনসা
(গ) দেওয়ানখানা
(ঘ) দিওয়ান-ই-রিসালৎ।
উত্তরঃ (গ) দেওয়ানখানা ✓

৪১। জনগণের সমাবেশ এবং রায়দান পর্ব সমাপ্ত হলে বিজয়নগরের দেওয়ান সকল ঘটনাবলি কাকে জানাতে বাধ্য থাকতেন?
(ক) আমিরকে
(খ) সেনাপ্রধানকে
(গ) নায়ক-কে
(ঘ) রাজাকে।
উত্তরঃ (ঘ) রাজাকে। ✓

৪২। ‘বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেননি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনও শহরের কথা কানেও শোনেননি’- কে বলেছেন?
(ক) বার্নিয়ে
(খ) নিকোলো কন্টি
(গ) পায়েজ
(ঘ) আবদুর রজ্জাক।
উত্তরঃ (ঘ) আবদুর রজ্জাক। ✓

৪৩। বিজয়নগরে খাদ্যের মতোই জনজীবনে কোন্ ফুলের ব্যবহার বিশেষ গুরুত্ব পেত বলে রজ্জাক জানিয়েছেন?
(ক) গোলাপ
(খ) অর্কিড
(গ) পারিজাত
(ঘ) গাঁদা।
উত্তরঃ (ক) গোলাপ ✓

৪৪। দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরের সৈন্যসংখ্যা কত ছিল বলে আবদুর রজ্জাক উল্লেখ করেছেন?
(ক) প্রায় ১৫ লক্ষ
(গ) প্রায় ৮ লক্ষ
(খ) প্রায় ১১ লক্ষ
(ঘ) প্রায় ২০ লক্ষ।
উত্তরঃ (খ) প্রায় ১১ লক্ষ ✓

৪৫। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত’ বলে কে মন্তব্য করেছিলেন?
(ক) অল-মাসুদি
(গ) তাভার্নিয়ে
(খ) মার্কো পোলো
(ঘ) আবদুর রজ্জাক।
উত্তরঃ (ঘ) আবদুর রজ্জাক। ✓

৪৬। আবদুর রজ্জাকের মতে, বিজয়নগরে কতগুলি ছোটো-বড়ো বন্দর ছিল?
(ক) ২০০টি
(খ) ৩০০টি
(গ) ৪০০টি
(ঘ) ৫০০টি।
উত্তরঃ (খ) ৩০০টি ✓

৪৭। বিজয়নগর সাম্রাজ্যে মোট কত প্রকার মুদ্রার উপস্থিতি আবদুর রজ্জাক প্রত্যক্ষ করেছিলেন?
(ক) ৬
(খ) ৭
(গ) ৩
(ঘ) ৮।
উত্তরঃ (গ) ৩ ✓

৪৮। দৈর্ঘ্য মাপার পারসিক পদ্ধতি কী নামে পরিচিত?
(ক) প্যারাসঙ
(খ) মিথকল
(গ) ইয়ার্ড
(ঘ) ক্রোশ বা কোশ।
উত্তরঃ (ক) প্যারাসঙ ✓

৪৯। কোন্ শহরে এসে রজ্জাক বলেছিলেন, ‘এখানকার সব বাড়িই প্রাসাদোপম এবং রমণীরা পরীদের মতোই সুন্দরী’?
(ক) হিরাট
(খ) কাশ্মীর
(গ) বেলৌর
(ঘ) বেরার।
উত্তরঃ (গ) বেলৌর ✓

৫০। কত খ্রিস্টাব্দে আবদুর রজ্জাক বিজয়নগর থেকে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন?
(ক) ১৪৪২ খ্রিস্টাব্দের জানুয়ারি
(খ) ১৪৪২ খ্রিস্টাব্দের মার্চ
(গ) ১৪৪৩ খ্রিস্টাব্দের নভেম্বর
(ঘ) ১৪৪৫ খ্রিস্টাব্দের নভেম্বর।
উত্তরঃ (গ) ১৪৪৩ খ্রিস্টাব্দের নভেম্বর ✓

৫১। কত খ্রিস্টাব্দে আবদুর রজ্জাকের মৃত্যু হয়?
(ক) ১৪১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৪৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৪৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৮২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৪৮২ খ্রিস্টাব্দে। ✓

৫২। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে সপ্তদশ শতকে ভারতে এসেছিলেন?
(ক) অ্যান্টোনিও মনসেরেট
(খ) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(গ) ইবন বতুতা
(ঘ) মার্কো পোলো
উত্তরঃ (খ) ফ্রাঁসোয়া বার্নিয়েভ ✓

৫৩। কোন্ বিশিষ্ট দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু ছিলেন?
(ক) রেনে দেকার্তে
(খ) অ্যান্টনি আর্নল্ড
(গ) অ্যালবার্ট ব্রুজেস্কি
(ঘ) গ্যাসেন্ডি বা গাস্যাদি।
উত্তরঃ (ঘ) গ্যাসেন্ডি বা গাস্যাদি। ✓

৫৪। কত খ্রিস্টাব্দে বার্নিয়ে এম ডি (M.D.) ডিগ্রি লাভ করেন?
(ক) ১৬২০ খ্রিস্টাব্দে
(খ) ১৬৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৬৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৫৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৬৫২ খ্রিস্টাব্দে ✓

৫৫। কে বার্নিয়েকে ‘পর্যটকদের যুবরাজ-এই অভিধা প্রদান করেছিলেন?
(ক) দারাশুকোহ
(খ) মোদাভের কাউন্ট
(গ) অল-বিরুনি
(ঘ) আবদুর রজ্জাক।
উত্তরঃ (খ) মোদাভের কাউন্ট ✓

৫৬। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে তুলনা করে নিম্নলিখিত কোন্ সম্রাটের উদ্দেশে ফ্রাঁসোয়া বার্নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ রচনাসমূহ উৎসর্গ করেছিলেন?
(ক) চতুর্দশ লুই
(খ) নবম চার্লস
(গ) নবম লুই
(ঘ) দ্বিতীয় ফিলিপ।
উত্তরঃ (ক) চতুর্দশ লুই ✓

৫৭। নিম্নলিখিতদের মধ্যে ‘প্রাচ্যের অধঃপতন’ বা অধঃপতিত প্রাচ্য (Degenerated East) বিষয়ে কার বর্ণনা পশ্চিমী তাত্ত্বিক বা দার্শনিকদের প্রাচ্যবাদী স্বৈরতন্ত্রের ধারণার বিকাশে অনুপ্রাণিত করেছিল?
(ক) পিটার মুন্ডি
(খ) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(গ) দুয়ার্তে বারবোসা
(ঘ) মার্কো পোলো।
উত্তরঃ (খ) ফ্রাঁসোয়া বার্নিয়ে ✓

৫৮। কোন্ ফরাসি সম্রাটের শাসনকালে কোলবার্ট / কলবেয়ার অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন?
(ক) দ্বিতীয় চার্লস
(গ) নবম লুই
(খ) প্রথম ফিলিপ
(ঘ) চতুর্দশ লুই।
উত্তরঃ (ঘ) চতুর্দশ লুই। ✓

৫৯। ‘Travels in the Mogul Empire’ গ্রন্থের লেখক কে?
(ক) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(গ) কলিন ম্যাকেঞ্জি
(খ) জন মার্শাল
(ঘ) ফারনাও নুনিজ।
উত্তরঃ (ক) ফ্রাঁসোয়া বার্নিয়ে ✓

Read More : The Model Millionaire MCQ

Leave a Comment