আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।
আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায়

১। পর্যটক নুনিজের মতানুযায়ী, কোন্ রাজ্যের মহিলারা রাষ্ট্রের ‘শাসনব্যবস্থার সকল ক্ষেত্রে, ও রাজধানীতে বিভিন্ন কাজে নিযুক্ত হতে পারতেন?
(ক) বিজয়নগর
(খ) হোয়সল
(গ) বাতাপি
(ঘ) পাণ্ড্য।
উত্তরঃ (ক) বিজয়নগর ✓
২। কোন্ পর্যটক প্রথম বিজয়নগরে সতীদাহপ্রথার বর্ণনা প্রদান করেছিলেন?
(ক) অল-মাসুদি
(খ) নিকোলো কন্টি
(গ) র্যালফ ফিচ
(ঘ) জেমস মিল।
উত্তরঃ (খ) নিকোলো কন্টি ✓
৩। ইতালীয় পর্যটক নিকোলো কন্টির মতানুযায়ী, বিজয়নগরের কোন্ শাসকের প্রায় ১২ হাজার পত্নী ছিল?
(ক) দ্বিতীয় বিরুপাক্ষ
(খ) প্রথম দেবরায়
(গ) দ্বিতীয় দেবরায়
(ঘ) হরিহর।
উত্তরঃ (ক) দ্বিতীয় বিরুপাক্ষ ✓
৪। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কোনটি?
(ক) রথযাত্রা উৎসব
(খ) মহানবমী উৎসব
(গ) দীপাবলি উৎসব
(ঘ) বিহু।
উত্তরঃ (খ) মহানবমী উৎসব ✓
৫। কত দিন ধরে বিজয়নগরে মহানবমী উৎসব পালিত হত?
(ক) ৯ দিন
(খ) ৮ দিন
(গ) ১০ দিন
(ঘ) ১২ দিন।
উত্তরঃ (ক) ৯ দিন ✓
৬। আবদুর রজ্জাকের বর্ণনা অনুযায়ী, বিজয়নগর সাম্রাজ্যে বাজিকরদের খেলা ও হাতির খেলা কোন্ উৎসবের অন্যতম অঙ্গ ছিল?
(ক) কানাড়ি নববর্ষ
(খ) দোলযাত্রা উৎসব
(গ) রথযাত্রা উৎসব
(ঘ) মহানবমী উৎসব।
উত্তরঃ (ঘ) মহানবমী উৎসব। ✓
৭। গ্রামের মন্দিরগুলিতে উৎসব-অনুষ্ঠান পরিচালনার জন্য বিজয়নগরে যে কর সংগ্রহ করা হত, তাকে বলা হত
(ক) ঘরি
(গ) পিদারিভারী
(ঘ) উলিয়াম।
উত্তরঃ (গ) পিদারিভারী ✓
৮। বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব দফতরের নাম কী?
(খ) চরাই
(ক) অথবান
(খ) উপরিক
(গ) অপ্রদা
(ঘ) খিল।
উত্তরঃ (ক) অথবান ✓
৯। দক্ষিণ ভারতের মালদ্বীপে বড়ো জাহাজ তৈরির কারখানা ছিল বলে বিজয়নগরে আগত কোন্ বিদেশি পর্যটক তাঁর বর্ণনায় উল্লেখ করেছেন?
(ক) পিত্রো দেল্লা ভ্যাল্লে
(গ) বারবোসা
(খ) নিকিতিন
(ঘ) মার্কো পোলো।
উত্তরঃ (গ) বারবোসা ✓
১০। কোন্ শহরকে গোলমরিচ ব্যাবসার গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে ‘Pepper Queen’ বলে অভিহিত করা হত?
(ক) জারসোপ্পা বা গেরুসোপ্পা
(গ) আহমদনগর
(খ) বিদনুর
(ঘ) মাবার।
উত্তরঃ (ক) জারসোপ্পা বা গেরুসোপ্পা ✓
১১। বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত?
(ক) তর
(গ) পোতিন
(খ) জিতল
(ঘ) বরাহ বা প্যাগোডা।
উত্তরঃ (ঘ) বরাহ বা প্যাগোডা। ✓
১২। বিজয়নগরের শাসকগণ প্রথমে শৈব ধর্মের উপাসনা করলেও পরবর্তীকালে কোন্ ধর্মের অনুসারী হয়েছিলেন?
(ক) বৈষ্ণব
(খ) খ্রিস্ট
(গ) জৈন
(ঘ) বৌদ্ধ।
উত্তরঃ (ক) বৈষ্ণব ✓
১৩। রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কী?
(ক) আমুক্তমাল্যদা
(খ) গীতগোবিন্দম্
(গ) সংগীতসার
(ঘ) রাজতরঙ্গিনী।
উত্তরঃ (ক) আমুক্তমাল্যদা ✓
১৪। ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটির ভাষা হল –
(ক) বাংলা
(খ) মারাঠি
(গ) সংস্কৃত
(ঘ) তেলুগু।
উত্তরঃ (ঘ) তেলুগু। ✓
১৫। বিজয়নগরের কোন্ সম্রাটের শাসনকাল ‘তেলুগু ভাষা-সাহিত্যের স্বণর্যুগ বলে পরিচিত ছিল?
(ক) বীরবল্লাল
(খ) কৃষ্ণদেব রায়
(গ) বুক্ক
(ঘ) দ্বিতীয় বিরুপাক্ষ।
উত্তরঃ (খ) কৃষ্ণদেব রায় ✓
১৬। মহান্তক (মতান্তরে মহানাটক) সুধানিধি, সোেবগিন সোনে, অমরুক ইত্যাদি গ্রন্থগুলির রচয়িতা কে?
(ক) শ্রীনাথ
(খ) দণ্ডী
(গ) ভারবি
(ঘ) দ্বিতীয় দেবরায়।
উত্তরঃ (ঘ) দ্বিতীয় দেবরায়। ✓
১৭। নিম্নলিখিতদের মধ্যে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় প্রখ্যাত সভাকবি ছিলেন –
(ক) অল্লসনি পেড্ডান
(খ) বীরবল
(গ) ফৈজি
(ঘ) বেতালভট্ট।
উত্তরঃ (ক) অল্লসনি পেড্ডান ✓
১৮। ‘অন্ধ্রকবিতা পিতামহ’ নামে কে পরিচিত?
(ক) কলহন
(খ) থিম্মান
(গ) অল্লসনি পেড্ডান
(ঘ) দ্বিতীয় দেবরায়।
উত্তরঃ (গ) অল্লসনি পেড্ডান ✓
১৯। ‘পারিজাত পহরানামু’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) পেড্ডান
(খ) কৃষ্ণদেব রায়
(গ) শূদ্রক
(ঘ) নন্দী থিম্মান।
উত্তরঃ (ঘ) নন্দী থিম্মান। ✓
২০। বিজয়নগরে তেলুগু কবি শ্রীনাথ রচিত গ্রন্থটির নাম কী?
(ক) হরবিলাসমু
(খ) মনুচরিত্র
(গ) মৃচ্ছকটিকম্
(ঘ) মহান্তক সুধানিধি।
উত্তরঃ (ক) হরবিলাসমু ✓
২১। বিশিষ্ট পন্ডিত বল্লভাচার্যের একটি রচনা হল
(ক) চেন্নাবাসব পুরাণ
(খ) শ্রী সুবোধিনী
(গ) মুদ্রারাক্ষস
(ঘ) হরবিলাসমু।
উত্তরঃ (খ) শ্রী সুবোধিনী ✓
২২। কোন্ সংগীতের ধারা বিজয়নগর সাম্রাজ্যের সময়কালে তার কাঠামোগত ও শৈল্পিক পরিপূর্ণতা অর্জন করেছিল?
(ক) মার্গ সংগীত
(খ) ওড়িশি সংগীত
(গ) রাজস্থানী সংগীত
(ঘ) কর্ণাটিক সংগীত।
উত্তরঃ (ঘ) কর্ণাটিক সংগীত। ✓
২৩। সংগীততত্ত্ব বিষয়ক ‘স্বরামেলাকলানিধি’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
(ক) রামামাত্য
(খ) তানসেন
(গ) বৈজু বাওরা
(ঘ) শ্রীনাথ।
উত্তরঃ (ক) রামামাত্য ✓
২৪। বিজয়নগরে রাজপ্রাসাদের মধ্যে পাকা ভিতবিশিষ্ট দুটি গুরুত্বপূর্ণ নির্মাণকার্য হল –
(ক) চেম্বার কাউন্সিল ও দর্শন ঘর
(খ) পদ্মমহল ও জেনানা মহল
(গ) চেম্বার কাউন্সিল ও মহানবমী ডিব্বা
(ঘ) দর্শন ঘর ও মহানবমী ডিব্বা।
উত্তরঃ (ঘ) দর্শন ঘর ও মহানবমী ডিব্বা। ✓
২৫। কোন বিশিষ্ট পর্যটক দর্শন ঘর এবং মহানবমী ডিব্বাকে একসঙ্গে ‘বিজয়প্রাসাদ’ বা ‘বিজয়সদন’ (House of Victory) বলে উল্লেখ করেছেন?
(ক) ডমিঙ্গো পায়েজ
(খ) বারবোসা
(গ) আবদুর রজ্জাক
(ঘ) নুনিজ।
উত্তরঃ (ক) ডমিঙ্গো পায়েজ ✓
২৬। ডমিঙ্গো পায়েজ-এর বর্ণনা অনুযায়ী, বিজয়নগরের কোন সম্রাট ওড়িশা বিজয়ের পর স্মারক হিসেবে মহানবমী ডিব্বা নির্মাণ করেছিলেন?
(ক) হরিহর
(খ) মল্লিকার্জুন
(গ) কৃষ্ণদেব রায়
(ঘ) অচ্যুত রায়।
উত্তরঃ (গ) কৃষ্ণদেব রায় ✓
২৭। হিন্দু স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার ‘আমলে তৈরি হয়?
(ক) কৃষ্ণদেব রায়
(গ) নরসিংহ সালুভ
(খ) দ্বিতীয় বিরুপাক্ষ
(ঘ) বুক্ক।
উত্তরঃ (ক) কৃষ্ণদেব রায় ✓
২৮। বিজয়নগরে জেনানা মহলের মধ্যে নির্মিত সর্বাধিক সুদৃশ্য বাড়ি, যেখানে হিন্দু-মুসলিম স্থাপত্যের চমৎকার সমন্বয় লক্ষিত হয়, সেটি হল
(ক) বিরুপাক্ষ মন্দির
(খ) মহানবমী ডিব্বা
(গ) ছোটো সোনা মসজিদ
(ঘ) পদ্মমহল।
উত্তরঃ (ঘ) পদ্মমহল। ✓
২৯। ভগবান বিরুপাক্ষের উদ্দেশে নির্মিত বিজয়নগর বা হাম্পির প্রাচীন মন্দিরটির নাম কী?
(ক) সোমনাথ মন্দির
(গ) বিঠঠলস্বামী মন্দির
(খ) বিরুপাক্ষ মন্দির
(ঘ) লক্ষ্মী-নারায়ণ মন্দির।
উত্তরঃ (খ) বিরুপাক্ষ মন্দির ✓
৩০। বিলস্বামী মন্দিরটিকে দ্রাবিড় স্থাপত্যরীতির এক চমৎকার নিদর্শন বলে কে উল্লেখ করেছেন?
(ক) জেমস ফার্গুসন
(গ) মার্টিমার হুইলার
(খ) জিয়াউদ্দিন বারানি
(ঘ) বার্নেট।
উত্তরঃ (ক) জেমস ফার্গুসন ✓
৩১। বিখ্যাত ভিট্রল বা বিলস্বামী মন্দিরটি প্রথম কার রাজত্বকালে নির্মিত হয়?
(ক) হরিহর
(খ) বুক্ক
(গ) কৃষ্ণদেব রায়
(ঘ) বীরবল্লাল।
উত্তরঃ (গ) কৃষ্ণদেব রায় ✓
৩২। দিল্লির সুলতানি সাম্রাজ্যের অবক্ষয় পর্বে দক্ষিণ ভারতে যে স্বাধীন মুসলিম আঞ্চলিক রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, তার নাম কী?
(ক) বরঙ্গল
(খ) বিজয়নগর
(গ) দেবগিরি
(ঘ) বাহমনি।
উত্তরঃ (ঘ) বাহমনি। ✓
৩৩। দাক্ষিণাত্যের সাদাহ আমিরগণ কতগুলি গ্রামের দায়িত্বপ্রাপ্ত ছিলেন?
(ক) ৫০টি
(খ) ১০০টি
(গ) ৮০টি
(ঘ) ২০০টি।
উত্তরঃ (খ) ১০০টি ✓
৩৪। দক্ষিণ ভারতে শিক্ বা জেলাপ্রশাসন কাদের উপর ন্যস্ত ছিল?
(ক) সাদাহ আমির
(খ) পরদেশি
(গ) দক্ষিণি
(ঘ) অমরনায়ক।
উত্তরঃ (ক) সাদাহ আমির ✓
৩৫। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন –
(ক) মহম্মদ বিন তুঘলক
(গ) ফিরোজ শাহ
(খ) মহম্মদ শাহ
(ঘ) হাসান গঙ্গু (আলাউদ্দিন হাসান বাহমন শাহ)।
উত্তরঃ (ঘ) হাসান গঙ্গু (আলাউদ্দিন হাসান বাহমন শাহ)। ✓
৩৬। কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৩৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৩৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৬৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৩৪৭ খ্রিস্টাব্দে ✓
৩৭। আধুনিক ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী, হাসান গঙ্গু নিজেকে পারস্যের বিখ্যাত যে পৌরাণিক বীরের বংশধর বলে দাবি করতেন, তাঁর নাম কী?
(ক) বাহমন
(খ) রস্তাম
(গ) আহুর মাজদা
(ঘ) আতার।
উত্তরঃ (ক) বাহমন ✓
৩৮। আলাউদ্দিন হাসান বাহমন শাহ কোথায় তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) মান্যখেত
(খ) কোলাপুর
(গ) গুলবর্গা
(ঘ) বরঙ্গল।
উত্তরঃ (গ) গুলবর্গা ✓
৩৯। কোন্ সুলতান বাহমনি রাজ্যকে শাসনকার্যের সুবিধার্থে চারটি তরফ বা প্রদেশে বিভক্ত করেছিলেন?
(ক) তৃতীয় মহম্মদ শাহ
(খ) মুর্তাজা নিজাম শাহ
(গ) ফতে খান
(গ) আলাউদ্দিন হাসান বাহমন শাহ।
উত্তরঃ (গ) আলাউদ্দিন হাসান বাহমন শাহ। ✓
৪০। নিম্নের কোন্ মুসলিম শাসক প্রথম জিজিয়া কর তুলে দিয়েছিলেন বলে মনে করা হয়?
(ক) আলাউদ্দিন হাসান বাহমন শাহ
(খ) ফেরিস্তা
(গ) বাবর
(ঘ) বীরবল্লাল।
উত্তরঃ (ক) আলাউদ্দিন হাসান বাহমন শাহ ✓
৪১। আলাউদ্দিন হাসান বাহমন শাহের পর কে বাহমনি রাজ্যের সিংহাসনে বসেছিলেন?
(ক) আহম্মদ শাহ
(খ) কলিমউল্লাহ শাহ
(গ) সিকান্দর আদিল শাহ
(ঘ) প্রথম মহম্মদ শাহ।
উত্তরঃ (ঘ) প্রথম মহম্মদ শাহ। ✓
৪২। আলাউদ্দিন মুজাহিদ শাহ বিজয়নগরের সঙ্গে যুদ্ধে মোট কতবার পরাজিত হয়েছিলেন?
(ক) ৫ বার
(খ) ২ বার
(গ) ৪ বার
(ঘ) ৩ বার।
উত্তরঃ (খ) ২ বার ✓
৪৩। নিম্নলিখিত কোন্ সুলতান পারসিক ও তুর্কি মুসলমানদের অধিক গুরুত্বদানের ফলে দক্ষিণি আমির-ওমরাহদের সঙ্গে বহিরাগত মুসলিমদের দ্বন্দ্ব দেখা দিয়েছিল?
(ক) আলাউদ্দিন বাহমন শাহ
(গ) কাশিম বারিদ
(খ) আদিল শাহ
(ঘ) আলাউদ্দিন মুজাহিদ শাহ।
উত্তরঃ (ঘ) আলাউদ্দিন মুজাহিদ শাহ। ✓
৪৪। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
(ক) তাজউদ্দিন ফিরোজ শাহ
(খ) দ্বিতীয় মহম্মদ শাহ
(গ) আদিল শাহ
(ঘ) নাদির শাহ।
উত্তরঃ (ক) তাজউদ্দিন ফিরোজ শাহ ✓
৪৫। কত খ্রিস্টাব্দে বাহমন শাহের জনৈক পৌত্র ফিরোজ গুলবর্গার সিংহাসন দখল করে ‘তাজউদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে শাসন শুরু করেন?
(ক) ১৪২২ খ্রিস্টাব্দ
(খ) ১৪০০ খ্রিস্টাব্দ
(গ) ১৩৯৭ খ্রিস্টাব্দ
(ঘ) ১৩৯৯ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৩৯৭ খ্রিস্টাব্দ ✓
৪৬। কত খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তেলেঙ্গানা জয় করেছিলেন?
(ক) ১৪০৬ খ্রিস্টাব্দ
(খ) ১৪১৪ খ্রিস্টাব্দ
(গ) ১৪২০ খ্রিস্টাব্দ
(ঘ) ১৪১৭ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ঘ) ১৪১৭ খ্রিস্টাব্দ। ✓
৪৭। বাহমনি রাজ্যের কোন সুলতানের উদ্যোগে চাউল ও দাভোল বন্দর দুটির সংস্কার করা হয়েছিল?
(ক) তাজউদ্দিন ফিরোজ শাহ
(খ) দ্বিতীয় আলাউদ্দিন শাহ
(গ) নিজাম শাহ
(ঘ) মামুদ শাহ।
উত্তরঃ (ক) তাজউদ্দিন ফিরোজ শাহ ✓
৪৮। তাজউদ্দিন ফিরোজ শাহের পরবর্তী বাহমনি সুলতান পদে অধিষ্ঠিত হন
(ক) হুমায়ুন শাহ
(খ) তৃতীয় মহম্মদ শাহ
(গ) নিজাম শাহ
(ঘ) আহম্মদ শাহ।
উত্তরঃ (ঘ) আহম্মদ শাহ। ✓
৪৯। কত খ্রিস্টাব্দে নিরাপত্তার কারণে আহম্মদ শাহ ওয়ালি গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
(ক) ১৪২৫ খ্রিস্টাব্দে
(খ) ১৩৯৭ খ্রিস্টাব্দে
(গ) ১৩৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৫০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৪২৫ খ্রিস্টাব্দে ✓
৫০। বাহমনি বংশের কোন্ সুলতান তাঁর নৃশংসতা ও অকর্মণ্যতার জন্য ‘জালিম’ নামে পরিচিত হন?
(ক) মামুদ গাওয়ান
(খ) হুমায়ুন শাহ
(গ) নিজাম শাহ
(ঘ) দ্বিতীয় আলাউদ্দিন শাহ।
উত্তরঃ (খ) হুমায়ুন শাহ ✓
৫১। বাহমনি সুলতান নিজাম শাহের অকালমৃত্যুর পর কে বাহমনি রাজ্যের সিংহাসনে আরোহণ করেছিলেন?
(ক) আলাউদ্দিন বাহমন শাহ
(খ) মুল্লা শাহ
(গ) নিজাম শাহ
(ঘ) তৃতীয় মহম্মদ শাহ।
উত্তরঃ (ঘ) তৃতীয় মহম্মদ শাহ। ✓
৫২। কার সুদক্ষ নেতৃত্বে বাহমনি রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল?
(ক) কাশিম বারিদ
(গ) হুমায়ুন শাহ
(খ) মামুদ গাওয়ান
(ঘ) নিজাম শাহ।
উত্তরঃ (খ) মামুদ গাওয়ান ✓
৫৩। মামুদ গাওয়ান কোন্ শাসকের মন্ত্রী ছিলেন?
(ক) তিরুমল
(খ) দ্বিতীয় ভেঙ্কট
(গ) বাহমন শাহ
(ঘ) তৃতীয় মহম্মদ শাহ।
উত্তরঃ (ঘ) তৃতীয় মহম্মদ শাহ। ✓
৫৪। বাহমনি রাজ্যের কোন্ সুলতান মামুদ গাওয়ানকে ‘মালিক-উৎ-তুজ্জার’ (বণিকশ্রেষ্ঠ) উপাধি প্রদান করেছিলেন?
(ক) দ্বিতীয় আলাউদ্দিন শাহ
(খ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(গ) হুমায়ুন শাহ
(ঘ) আহম্মদ শাহ।
উত্তরঃ (গ) হুমায়ুন শাহ ✓
৫৫। মামুদ গাওয়ানকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার পর তৃতীয় মহম্মদ শাহ তাঁকে কোন্ উপাধি প্রদান করেছিলেন?
(ক) খাজা-ই-জাহান
(খ) মালিক-উৎ-তুজ্জার
(গ) ভকিল-ই-সুলতানাত
(ঘ) সদর-ই- জাহান।
উত্তরঃ (ক) খাজা-ই-জাহান ✓
৫৬। বাহমনি রাজ্যে আগত একজন রুশ পর্যটক হলেন
(ক) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(খ) নিকিতিন
(গ) মার্কো পোলো
(ঘ) নিকোলো কন্টি
উত্তরঃ (খ) নিকিতিন ✓
৫৭। কত খ্রিস্টাব্দে মামুদ গাওয়ান মৃত্যুবরণ করেন?
(ক) ১৪৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৪৩১ খ্রিস্টাব্দে
(গ) ১৪৮১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৬০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৪৮১ খ্রিস্টাব্দে ✓
৫৮। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে মামুদ গাওয়ান সম্পর্কে বলেছেন যে, বাহমনি রাজ্যের এরকম একজন প্রকৃত হিতৈষীর হত্যা ছিল চরম ভুল এবং এটিই অন্যান্য যে কোনো কারণের তুলনায় বাহমনি রাজ্যের পতনকে এগিয়ে নিয়ে গিয়েছিল আরও কয়েক ধাপ?
(ক) ঈশ্বরীপ্রসাদ
(খ) কানুচরণ মিশ্র
(গ) কে এস লাল
(ঘ) ইবন বতুতা।
উত্তরঃ (ক) ঈশ্বরীপ্রসাদ ✓
৫৯। কে মামুদ গাওয়ানের হত্যার বিষয়টিকে ‘this great crime’ 3 ‘one of the tragedies of medieval India’ বলে উল্লখ করেছেন?
(ক) মিডোজ টেলার
(খ) হেনরি এলিয়ট
(গ) পি এম যোশী
(ঘ) ঈশ্বরীপ্রসাদ।
উত্তরঃ (গ) পি এম যোশী ✓
৬০। সুলতান তৃতীয় মহম্মদ শাহের মৃত্যুর পর কে বাহমনি রাজ্যের সিংহাসনে বসেছিলেন?
(ক) হাসান গঙ্গু
(খ) মামুদ শাহ
(গ) আহম্মদ শাহ ওয়ালি
(ঘ) মুর্তাজা নিজাম শাহ।
উত্তরঃ (খ) মামুদ শাহ ✓
৬১। কোন্ সুলতানের সময় বাহমনি রাজ্যে দক্ষিণি মুসলমান ও বহিরাগত মুসলমানদের দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছিল?
(ক) আলাউদ্দিন হাসান বাহমন শাহ
(খ) ফতেউল্লাহ ইমাদ উল মুলক
(গ) মামুদ শাহ
(ঘ) কলিমউল্লাহ শাহ।
উত্তরঃ (গ) মামুদ শাহ ✓
৬২। বাহমনি রাজ্যের শেষ সুলতান হলেন
(ক) মামুদ গাওয়ান
(গ) কলিমউল্লাহ শাহ
(খ) আহম্মদ শাহ
(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ।
উত্তরঃ (গ) কলিমউল্লাহ শাহ ✓
৬৩। বাহমনি রাজ্য ভেঙে কতগুলি স্বাধীন আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল?
(ক) ৩টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৮টি।
উত্তরঃ (খ) ৫টি ✓
৬৪। বাহমনি রাজ্য প্রতিষ্ঠার পরবর্তীকালে এখানে আগত বহিরাগত মুসলমানগণ কী নামে পরিচিত হন?
(ক) পরদেশি বা আফাকি
(খ) দক্ষিণি
(গ) নায়ক
(ঘ) হাবসি।
উত্তরঃ (ক) পরদেশি বা আফাকি ✓
৬৫। কত খ্রিস্টাব্দে বেরার স্বাধীনতা ঘোষণা করেছিল?
(ক) ১৪৯০ খ্রিস্টাব্দ
(খ) ১৪৯৮ খ্রিস্টাব্দ
(গ) ১৫০০ খ্রিস্টাব্দ
(ঘ) ১৫৬৫ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ক) ১৪৯০ খ্রিস্টাব্দ ✓
আরও পড়ুন : প্রথম অধ্যায়- পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ
আরও পড়ুন : দ্বিতীয় অধ্যায়- সাংস্কৃতিক সমন্বয় MCQ
আরও পড়ুন : তৃতীয় অধ্যায়- ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ