ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায়

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবার Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ক্লাস ১২ MCQ
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ ক্লাস ১২ MCQ

১। কোন্ শব্দ থেকে কলোনি বা উপনিবেশের সৃষ্টি হয়েছে?
(ক) কলোনিয়া
(খ) গোষ্ঠী
(গ) ব্যারাক
(ঘ) লাইনার।
উত্তরঃ (ক) কলোনিয়া

২। ‘কলোনিয়া’ শব্দটি হল একটি-
(ক) ল্যাটিন শব্দ
(খ) ফরাসি শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) ইংরেজি শব্দ।
উত্তরঃ (ক) ল্যাটিন শব্দ

৩। ‘কলোনি’ শব্দটি হল একটি-
(ক) ফরাসি শব্দ
(খ) ল্যাটিন শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) ইংরেজি শব্দ।
উত্তরঃ (ঘ) ইংরেজি শব্দ।

৪। ‘ঔপনিবেশিকতা হল জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা, নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজের সভ্যতাকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার ক্ষমতাই হল ঔপনিবেশিকতার অস্তিত্বের প্রমাণ।’- একথা বলেছেন-
(ক) জে এ হবসন
(খ) মেলভিন এম নাইট
(গ) হবসবম
(ঘ) ডেভিড থমসন।
উত্তরঃ (ক) জে এ হবসন

৫। ঔপনিবেশিকতা হল কোনও বিদেশি জনগণের উপর দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা ও তা বজায় রাখার ব্যবস্থা। কার উক্তি?
(ক) জুরগেন ওস্টারহ্যামেল
(খ) কার্ল কাউৎস্কি
(গ) এইচ জি ওয়েলস
(ঘ) রূপার্ট এমারসন।
উত্তরঃ (ঘ) রূপার্ট এমারসন।

৬। ‘ইম্পেরিয়াম’ (Imperium) শব্দটি হল একটি-
(ক) ফরাসি শব্দ
(খ) ল্যাটিন শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) ইংরেজি শব্দ।
উত্তরঃ (খ) ল্যাটিন শব্দ

৭। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম হয়েছে? শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে
(ক) ইম্পেজিম
(খ) ইম্পেরিয়াম
(গ) ইমোজিম
(ঘ) ইয়াজিম।
উত্তরঃ (খ) ইম্পেরিয়াম

৮। যে নীতির মাধ্যমে কোনও শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে, তাকে বলে-
(ক) সাম্রাজ্যবাদ
(খ) মানবতাবাদ
(গ) সামরিকবাদ
(ঘ) জাতীয়তাবাদ।
উত্তরঃ (ক) সাম্রাজ্যবাদ

৯। ‘অ-ইউরোপীয় দেশগুলির উপর বিজাতীয় ইউরোপীয় জাতিসমূহের প্রাধান্য প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।’- কার উক্তি?
(ক) চার্লস বেয়ার্ড
(খ) রুপার্ট এমারসন
(গ) কাউৎস্কি
(ঘ) পার্কার টমাস মুন।
উত্তরঃ (ঘ) পার্কার টমাস মুন।

১০। কার মতে, ‘অতি উন্নত পর্যায়ের শিল্পোন্নত পুঁজিবাদের ফল হল সাম্রাজ্যবাদ?’
(ক) কাউৎস্কি
(খ) জে এ হবসন
(গ) এইচ জি ওয়েলস
(ঘ) রুডইয়ার্ড কিপলিং।
উত্তরঃ (ক) কাউৎস্কি

১১। ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়-কার উক্তি?
(ক) কার্ল মার্কস
(খ) টলেমি
(গ) ল্যাস্কি
(ঘ) রুডইয়ার্ড কিপলিং।
উত্তরঃ (গ) ল্যাস্কি

১২। সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে-
(ক) চতুর্দশ
(খ) পঞ্চদশ
(গ) ষোড়শ
(ঘ) সপ্তদশ।
উত্তরঃ (খ) পঞ্চদশ

১৩। উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল-
(ক) ত্রয়োদশ শতকে
(খ) চতুর্দশ শতকে
(গ) পঞ্চদশ শতকে
(ঘ) ষোড়শ শতকে।
উত্তরঃ (গ) পঞ্চদশ শতকে

১৪। কোন্ ঐতিহাসিক বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য পোর্তুগালকে ‘মূল পথের কৌণিকদ্বার’ (Street Corner of Europe) আখ্যা প্রদান করেন?
(ক) লর্ড অ্যাকটন
(খ) লিওপোল্ড ভন র‍্যাঙ্কে
(গ) জে এইচ প্যারি
(ঘ) চার্লস বেয়ার্ড।
উত্তরঃ (গ) জে এইচ প্যারি

১৫। পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ (Black Gold) বলত-
(ক) কয়লাকে
(খ) গোলমরিচকে
(গ) লবঙ্গকে
(ঘ) দারুচিনিকে।
উত্তরঃ (খ) গোলমরিচকে

১৬। হার্মাদ নামে পরিচিত ছিল-
(ক) পোর্তুগিজ জলদস্যুরা
(খ) ইংরেজ বণিকরা
(গ) ফরাসি বণিকরা
(ঘ) মুঘলরা।
উত্তরঃ (ক) পোর্তুগিজ জলদস্যুরা

১৭। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল-
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) পোর্তুগিজরা
(ঘ) ওলন্দাজরা
উত্তরঃ (গ) পোর্তুগিজরা

১৮। পোর্তুগিজরা কত খ্রিস্টাব্দে আফ্রিকার কিউটা দখল করে?
(ক) ১৪১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৪১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৪২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪১৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৪১৫ খ্রিস্টাব্দে।

১৯। কিউটা দখলে পোর্তুগিজদের নেতৃত্ব দিয়েছিলেন কে?
(ক) প্রিন্স হেনরি
(খ) প্রথম জন
(গ) পঞ্চম আলফোনসো
(ঘ) বার্থোলোমিউ দিয়াজ।
উত্তরঃ (ক) প্রিন্স হেনরি

২০। কে বলেছেন, ‘কিউটা দখলের ফলে মধ্যযুগের ধর্মযুদ্ধ (ক্রুসেড) তার আধুনিক পর্বে প্রবেশ করে’?
(ক) মীনাক্ষী ফুকন
(খ) জে এইচ প্যারি
(গ) রীলা মুখার্জী
(ঘ) জিওফ্রে এলটন।
উত্তরঃ (খ) জে এইচ প্যারি

২১। পোর্তুগিজরা সর্বপ্রথম কেপ বোজাডর প্রদক্ষিণ করেছিল কত খ্রিস্টাব্দে?
(ক) ১৪৩১ খ্রিস্টাব্দে
(খ) ১৪৩৪ খ্রিস্টাব্দে
(গ) ১৪৩৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৩৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৪৩৪ খ্রিস্টাব্দে

২২। নিম্নলিখিতদের মধ্যে কে পোর্তুগিজদের কেপ বোজাডর অভিযানের পৃষ্ঠপোষক ছিলেন?
(ক) চতুর্থ জন
(গ) প্রথম ডেনিস
(খ) দ্বিতীয় ফিলিপ
(ঘ) প্রিন্স হেনরি।
উত্তরঃ (ঘ) প্রিন্স হেনরি।

২৩। কোন্ রাজার আমলে পোর্তুগিজরা সাও টোমে দ্বীপ দখল করে?
(ক) পঞ্চম আলফোনসো
(খ) দ্বিতীয় জন
(গ) প্রিন্স হেনরি
(ঘ) ভাস্কো-ডা-গামা।
উত্তরঃ (ক) পঞ্চম আলফোনসো

২৪। সেনেগাল-এ প্রথম কাদের উপনিবেশ স্থাপিত হয়েছিল?
(ক) ফরাসিদের
(খ) ইংরেজদের
(গ) পোর্তুগিজদের
(ঘ) ওলন্দাজদের।
উত্তরঃ (গ) পোর্তুগিজদের

২৫। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে?
(ক) কলম্বাস
(খ) ম্যাগেলান
(গ) বার্থোলোমিউ দিয়াজ
(ঘ) ভাস্কো-ডা-গামা।
উত্তরঃ (গ) বার্থোলোমিউ দিয়াজ

২৬। বার্থোলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন?
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) পোর্তুগাল
(ঘ) জার্মানি।
উত্তরঃ (গ) পোর্তুগাল

২৭। অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল-
(ক) পোর্তুগাল
(খ) বেলজিয়াম
(গ) ফ্রান্স
(ঘ) ইংল্যান্ড।
উত্তরঃ (ক) পোর্তুগাল

২৮। কোন্ পোর্তুগালরাজের উদ্যোগে ১৪৯৭ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা তাঁর অভিযান শুরু করেন?
(ক) প্রথম ফিলিপ
(খ) তৃতীয় জন
(গ) প্রথম ম্যানুয়েল
(ঘ) সেবাস্টিয়ান।
উত্তরঃ (গ) প্রথম ম্যানুয়েল

২৯। ভাস্কো-ডা-গামা ভারতের কোন্ বন্দরে প্রথম পদার্পণ করেন?
(ক) দমন
(খ) গোয়া
(গ) কালিকট
(ঘ) কোচিন।
উত্তরঃ (গ) কালিকট

৩০। কে ভারতে পোর্তুগিজ বাণিজ্যকুঠির পত্তন করেন?
(ক) আলমেইদা
(খ) আলবুকার্ক
(গ) ভাস্কো-ডা-গামা
(ঘ) নিনো দ্য কুনহা।
উত্তরঃ (গ) ভাস্কো-ডা-গামা

৩১। ভারতের প্রথম পোর্তুগিজ গভর্নর ছিলেন-
(ক) ফ্রান্সিসকো ডি আলমেইদা
(খ) দিয়োগো লোপেজ
(গ) ভাস্কো-ডা-গামা
(ঘ) নিনো দ্য কুনহা।
উত্তরঃ (ক) ফ্রান্সিসকো ডি আলমেইদা

৩২। নিম্নলিখিতদের মধ্যে কোন্ পোের্তুগিজ গভর্নর গোয়ায় পোর্তুগিজ ঘাঁটি এবং নির্মাণ করেন?
(ক) দিয়োগো লোপেজ
(খ) আলফোনসো ডি আলবুকার্ক
(গ) দুয়ার্তে ডে মেনেজেস
(ঘ) আলমেইদা।
উত্তরঃ (খ) আলফোনসো ডি আলবুকার্ক

৩৩। আলবুকার্ক কত খ্রিস্টাব্দে মালাক্কা দখল করেন?
(ক) ১৫১০ খ্রিস্টাব্দে
(খ) ১৫১১ খ্রিস্টাব্দে
(গ) ১৫১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫১৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৫১১ খ্রিস্টাব্দে

৩৪। নীল জলনীতি (Blue Water Policy) গ্রহণ করেছিল-
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ডাচরা
(ঘ) পোর্তুগিজরা।
উত্তরঃ (ঘ) পোর্তুগিজরা।

৩৫। হার্নান্দো কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন, সেটি হল-
(ক) স্পেন
(খ) পোর্তুগাল
(গ) হল্যান্ড
(ঘ) ইংল্যান্ড।
উত্তরঃ (ক) স্পেন

৩৬। কোন্ সময়ে মেক্সিকো স্পেনীয়দের অধীনে আসে?
(ক) ১৫২৭ খ্রিস্টাব্দে
(খ) ১৫২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৫১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫২১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৫২১ খ্রিস্টাব্দে।

৩৭। কার হাত ধরে আমেরিকায় স্পেনীয় উপনিবেশ স্থাপনের সূচনা ঘটে?
(ক) আমেরিগো ভেসপুচি
(খ) জন ক্যাবট
(গ) ক্রিস্টোফার কলম্বাস
(ঘ) ফার্দিনান্দ ম্যাগেলান
উত্তরঃ (গ) ক্রিস্টোফার কলম্বাস

৩৮। কে প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন?
(ক) যুবরাজ ফিলিপ
(খ) মার্টিন ওয়াল্ডসিমুলার
(গ) প্রথম ম্যানুয়েল
(ঘ) ফার্দিনান্দ ম্যাগেলান।
উত্তরঃ (খ) মার্টিন ওয়াল্ডসিমুলার

৩৯। কার নামানুসারে ফিলিপিনস দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়?
(ক) ফিলিপ মাউন্টব্যাটেন
(খ) তৃতীয় ফিলিপ
(গ) দ্বিতীয় ফিলিপ
(ঘ) চতুর্থ ফিলিপ।
উত্তরঃ (গ) দ্বিতীয় ফিলিপ

৪০। ১৪৯৪ খ্রিস্টাব্দে টরডেসিল্লাসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(ক) ইংল্যান্ড ও ফ্রান্স
(খ) ইটালি ও জার্মানি
(গ) স্পেন ও পোর্তুগাল
(ঘ) হল্যান্ড ও ফ্রান্স।
উত্তরঃ (গ) স্পেন ও পোর্তুগাল

৪১। হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা কী নামে পরিচিত?
(ক) দিনেমার/ড্যানিশ
(খ) ওলন্দাজ/ডাচ
(গ) অ্যাঙ্গোলান
(ঘ) মাওরি।
উত্তরঃ (খ) ওলন্দাজ/ডাচ

৪২। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
(ক) ২১ মার্চ, ১৬০১ খ্রিস্টাব্দে
(খ) ২০ মার্চ, ১৬০২ খ্রিস্টাব্দে
(গ) ২৩ এপ্রিল, ১৬০৩ খ্রিস্টাব্দে
(ঘ) ২৪ এপ্রিল, ১৬০৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ২০ মার্চ, ১৬০২ খ্রিস্টাব্দে

৪৩। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপর নাম ছিল-
(ক) অসটেন্ড কোম্পানি
(খ) ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি
(গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানি
(ঘ) জন কোম্পানি।
উত্তরঃ (খ) ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি

৪৪। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর এশিয়ায় মশলার একচেটিয়া ব্যাবসা করার অধিকার পেয়েছিল?
(ক) ১৯ বছর
(খ) ২০ বছর
(গ) ২১ বছর
(ঘ) ২৩ বছর।
উত্তরঃ (গ) ২১ বছর

৪৫। ওলন্দাজরা কোথায় প্রাচ্যের সদর কার্যালয় প্রতিষ্ঠা করেছিল?
(ক) বালিতে
(খ) মোজো দ্বীপপুঞ্জে
(গ) জাভাতে
(ঘ) বাটাভিয়ায়।
উত্তরঃ (ঘ) বাটাভিয়ায়।

৪৬। টিউডর বংশীয়া কোন্ রানির আমলে ইংল্যান্ড নৌ-শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে?
(ক) মেরি টিউডর
(খ) প্রথম এলিজাবেথ
(গ) প্রথম ভিক্টোরিয়া
(ঘ) দ্বিতীয় মেরি।
উত্তরঃ (খ) প্রথম এলিজাবেথ

৪৭। নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ বংশের আমলে ইংল্যান্ডের ঔপনিবেশিক বিস্তারে গতি আসে?
(ক) টিউডর বংশ
(খ) স্টুয়ার্ট বংশ
(গ) নরম্যান্ডি বংশ
(ঘ) ওয়েসেক্স বংশ।
উত্তরঃ (খ) স্টুয়ার্ট বংশ

৪৮। ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে?
(ক) ১৫৯৫ খ্রিস্টাব্দ
(খ) ১৬০০ খ্রিস্টাব্দ
(গ) ১৬০৫ খ্রিস্টাব্দ
(ঘ) ১৬১০ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (খ) ১৬০০ খ্রিস্টাব্দ

৪৯। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বনাম কী ছিল?
(ক) এশিয়াটিক কোম্পানি
(খ) ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি
(গ) মার্চেন্ট অ্যাডভেঞ্চারারস
(ঘ) জন কোম্পানি।
উত্তরঃ (গ) মার্চেন্ট অ্যাডভেঞ্চারারস

৫০। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে ১৫ বছরের জন্য প্রাচ্যদেশে * বাণিজ্য করার একচেটিয়া অধিকার লাভ করে?
(ক) অষ্টম হেনরি
(খ) ষষ্ঠ এডওয়ার্ড
(গ) রানি প্রথম এলিজাবেথ
(ঘ) প্রথম জেমস।
উত্তরঃ (গ) রানি প্রথম এলিজাবেথ

৫১। নিম্নলিখিতদের মধ্যে নিউফাউন্ডল্যান্ডে কে প্রথম পদার্পণ করেন?
(ক) জন ক্যাবট
(খ) সেবাস্টিয়ান ক্যাবট
(গ) পেড্রো কেব্রাল
(ঘ) জ্যাকুইস কার্টিয়ার।
উত্তরঃ (ক) জন ক্যাবট

৫২। কে সর্বপ্রথম কানাডার পশ্চিম উপকূলে পৌঁছেছিলেন?
(ক) জন ক্যাবট
(খ) ফ্রান্সিস ড্রেক
(গ) সেবাস্টিয়ান ক্যাবট
(ঘ) জেমস কুক।
উত্তরঃ (খ) ফ্রান্সিস ড্রেক

৫৩। অষ্টাদশ শতাব্দীর শেষদিকে কোন্ ব্রিটিশ নাবিক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবতরণ করে ইংল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলন করেন?
(ক) জ্যাকুইস কার্টিয়ার
(খ) হামফ্রে গিলবার্ট
(গ) জেমস কুক
(ঘ) সেবাস্টিয়ান ক্যাবট।
উত্তরঃ (গ) জেমস কুক

৫৪। নিম্নলিখিতদের মধ্যে কাকে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অস্ট্রেলিয়ার গভর্নর করে পাঠানো হয়েছিল?
(ক) ম্যাকয়ার
(খ) আলমেইদা
(গ) সেন্ট মার্টিন
(ঘ) উইলেম জ্যান্সজুন।
উত্তরঃ (ক) ম্যাকয়ার

৫৫। র‍্যালফ ফিচ কার আমলে ভারতে আসেন?
(ক) আকবরের আমলে
(খ) জাহাঙ্গিরের আমলে
(গ) শাহ জাহানের আমলে
(ঘ) ঔরঙ্গজেবের আমলে।
উত্তরঃ (ক) আকবরের আমলে

৫৬। র‍্যালফ ফিচ কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
(ক) ১৫৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৫৭৩ খ্রিস্টাব্দে
(গ) ১৫৮৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৯০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৫৮৩ খ্রিস্টাব্দে

৫৭। মুঘল সম্রাট আকবর কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্যের অনুমতি দেন?
(ক) ১৬০০ খ্রিস্টাব্দে
(খ) ১৬০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৬০৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬০৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৬০৫ খ্রিস্টাব্দে

৫৮। জাহাঙ্গিরের আমলে ১৬০৮ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে ভারতে কে আসেন?
(ক) টমাস মনরো
(খ) টমাস রো
(গ) জেমস কুক
(ঘ) ক্যাপটেন হকিন্স।
উত্তরঃ (ঘ) ক্যাপটেন হকিন্স।

৫৯। ক্যাপটেন হকিন্স কার সুপারিশপত্র নিয়ে ভারতে আসেন?
(ক) প্রথম চার্লস
(খ) অষ্টম হেনরি
(গ) রানি এলিজাবেথ
(ঘ) প্রথম জেমস।
উত্তরঃ (ঘ) প্রথম জেমস।

৬০। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার টমাস বো কবে ভারতে আসেন?
(ক) ১৬১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৬১৪ খ্রিস্টাব্দে
(গ) ১৬১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬১৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৬১৫ খ্রিস্টাব্দে

৬১। উপনিবেশ স্থাপনের পিছনে ফ্রান্সের মুখ্য উদ্দেশ্য কী ছিল?
(ক) রাজনৈতিক স্বার্থসিদ্ধি
(খ) বাণিজ্যিক স্বার্থসিদ্ধি
(গ) সামরিক স্বার্থসিদ্ধি
(ঘ) সাংস্কৃতিক স্বার্থসিদ্ধি।
উত্তরঃ (খ) বাণিজ্যিক স্বার্থসিদ্ধি

৬২। সপ্তদশ-অষ্টাদশ শতকের প্রথমদিকে উপনিবেশ বিস্তারের কাজে কোন্ দেশটি পিছিয়ে ছিল?
(ক) ফ্রান্স
(খ) পোর্তুগাল
(গ) স্পেন
(ঘ) ইংল্যান্ড।
উত্তরঃ (ক) ফ্রান্স

৬৩। জ্যাকুইস কার্টিয়ার ছিলেন-
(ক) ফরাসি নাবিক
(খ) পোর্তুগিজ নাবিক
(গ) ওলন্দাজ নাবিক
(ঘ) স্পেনের নাবিক।
উত্তরঃ (ক) ফরাসি নাবিক

৬৪। নতুন বিশ্বে কার উদ্যেগে ফ্রান্সের প্রাধান্যবিস্তারের কাজ শুরু হয়?
(ক) স্যামুয়েল ডি শ্যাম্পলেইন
(খ) ফ্রাঁসোয়া ক্যারন
(গ) নিকোলাস বডিন
(ঘ) জ্যাকুইস কার্টিয়ার।
উত্তরঃ (ঘ) জ্যাকুইস কার্টিয়ার। 

৬৫। কুইবেক শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) পল এমিল ভিক্টর
(খ) জিন ব্যারেট
(গ) স্যামুয়েল ডি শ্যাম্পলেইন
(ঘ) সেন্ট মার্টিন।
উত্তরঃ (গ) স্যামুয়েল ডি শ্যাম্পলেইন

আরও পড়ুন : ক্লাস ১২ ইতিহাস ৩য় সেমিস্টার প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ

আরও পড়ুন : ক্লাস ১২ ইতিহাস ৩য় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় MCQ

Leave a Comment