গঠন অনুসারে বাক্যকে ক-টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।

গঠন অনুসারে বাক্যকে ক-টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও
গঠন অনুসারে বাক্যকে ক-টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।
গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়, সেগুলি হল- (১) সরল বাক্য, (২) জটিল বাক্য, (৩) যৌগিক বাক্য।

প্রতিটি ভাগের একটি করে উদাহরণসহ পরিচয়

• সরল বাক্য: যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। এক্ষেত্রে উল্লেখ্য যে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া একটিই থাকবে। যেমন: সরস্বতীপুজোয় ছাত্রছাত্রীরা অঞ্জলি দেয়।

• জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্যে সাধারণত অন্তত দুটি অসমাপিকা ক্রিয়া থাকে। যেমন: যখন তুমি আসবে তখন আমার দেখা পাবে।

• যৌগিক বাক্য: একাধিক সরল বা জটিল বাক্যের সংযোগে গঠিত বাক্যই যৌগিক বাক্য। যৌগিক বাক্যে অন্তত দুটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং খণ্ডবাক্যগুলি সমুচ্চয়ী অব্যয় দ্বারা যুক্ত হয়। যেমন: তুমি আসবে এবং আমার দেখা পাবে।

Leave a Comment