‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলতে গিয়েই চেখফের প্রসঙ্গ এনেছেন।
চেখফ
একজন বিখ্যাত রুশ সাহিত্যিক হলেন আন্তন চেখফ। তাঁকে বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন ছোটোগল্পকার হিসেবে বিবেচনা করা হয়।
যিনি চেখফকে অতিক্রম করে গিয়েছেন
‘তিনি’ বলতে সৈয়দ মুজতবা আলী এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন।
চেখফ ও রবীন্দ্রনাথের ছোটোগল্পের তুলনা
বুশ দেশের দরিদ্র, শোষিত এবং শ্রেণি নির্বিশেষে ভাগ্যহত মানুষের প্রতি চেখফের গভীর সহানুভূতি এবং তাঁদের সঙ্গে কাজের সূত্রে যুক্ত থাকার ফলে সেইসব মানুষের জীবনযাপনের সহজ ছবিকে কাছ থেকে দেখা, তাদের জীবনের ভাবভঙ্গি নিয়ে স্নিগ্ধ কটাক্ষ এবং তাদের ব্যর্থতার ট্র্যাজেডি, স্পষ্ট রেখার চরিত্রচিত্রণ- এই বৈশিষ্ট্যের অনেকগুলিই রবীন্দ্র গল্পগুচ্ছের গল্পগুলিতে ছিল।
চেখফের ‘গুসেভ’ বা ‘দি এনকেস্ড ম্যান ইন্ একজাইল’ গল্পগুলির বিচিত্র চরিত্রের সংহত আবেগদীপ্ত প্রকাশ, বৈপরীত্য সৃষ্টির মধ্যেও সহানুভূতি এবং বিনম্র কৌতুক ও পরিহাস রবীন্দ্রনাথের বহু গল্পকেই স্মরণ { করিয়ে দেয়। পোস্টমাস্টার, রামকানাই, যজ্ঞনাথ (সম্পত্তি সমর্পণ), মোহিতমোহন ও ক্ষীরোদা (বিচারক), সুভার মতো অনেক স্মরণীয় চরিত্রই চেখফকে মনে করায়।