“তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রাঁস দুঃখ করে বলেছেন,” – আনাতোল ফ্রাঁস কে? কী নিয়ে তিনি দুঃখ করেছেন এবং সেই সম্পর্কে কী বলেছেন

আলোচ্য অংশটি সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের অন্তর্গত ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।

আনাতোল ফাঁস ছিলেন একজন ফরাসি পণ্ডিত, কবি ও দার্শনিক। তিনি সমাজবাদী আদর্শে দীক্ষিত হওয়ায় রুশ বিপ্লবকে সমর্থন করেছিলেন। ১৯২১ খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

আনাতোল ফাঁস দুঃখ করেছেন চোখ নিয়ে। অর্থাৎ তাঁর দুটি চোখের পরিবর্তে যদি মাছির মতো অসংখ্য চোখ থাকত তাহলে ভালো হত।

এ সম্পর্কে ফাঁস জানিয়েছেন যে, মাছির মস্তিষ্কের চারিদিকে অসংখ্য চোখ অবস্থিত- তার দ্বারা মাছি একই সঙ্গে চারপাশ দেখতে পায়। তাই তাঁরও যদি মাছির মতো অসংখ্য চোখ থাকত, তাহলে তিনি এই সুন্দর পৃথিবীর চারিদিকের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে পারতেন।

Leave a Comment