“তিনি স্থির করলেন, এদের একটা শিক্ষা দিতে হবে”- কে স্থির করলেন শিক্ষা দিতে হবে? তিনি কাকে, কী শিক্ষা দিয়েছিলেন?

আলোচ্য অংশটি সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের অন্তর্গত ‘বই কেনা’ রচনার অংশ।

আঁদ্রে জিদে স্থির করলেন শিক্ষা দিতে হবে।

আঁদ্রে জিদে একবার সোভিয়েত দেশের বিরুদ্ধে একটি প্রাণঘাতী বই লিখে প্রকাশ করেছিলেন। এর ফলে প্যারিসের স্তালিনীয়ারা তাঁর বিরুদ্ধে গিয়ে নানারকম অত্যাচার করেছিল। এই ঘটনায় জিদের লেখক বন্ধুরা তাঁর পাশে ছিলেন না এবং জিদের হয়ে প্রতিবাদও কেউ করেননি। তাই আঁদ্রে জিদে রাগ করে এইসব বন্ধুদের দেওয়া উপহার বইগুলি নিলামে বিক্রি করে দেওয়ার জন্য কাগজে বিজ্ঞাপন দেন। এর ফলে জিদের বন্ধুরা চরম অপমানিত হয়েছিলেন। এভাবে জিদে তাঁর বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন।

Leave a Comment