দ্বাদশ শ্রেণি বাংলা ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা ছোটো প্রশ্ন ও উত্তর

দ্বাদশ শ্রেণি বাংলা ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা ছোটো প্রশ্ন ও উত্তর
দ্বাদশ শ্রেণি বাংলা ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা ছোটো প্রশ্ন ও উত্তর

Table of Contents

আরোহমূলক পদ্ধতি বলতে কী বোঝায়?

বিজ্ঞানের মতো ভাষাবিজ্ঞানও প্রতিদিন নতুন তথ্যের আলোকে চরম সত্য আবিষ্কারের লক্ষ্যে বিশেষ থেকে সাধারণের দিকে এগিয়ে চলেছে-এ পদ্ধতিকে আরোহমূলক পদ্ধতি বলে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার ধাপগুলি বর্ণনা করো।

বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ। তারপর সেই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তার যথাযথ বর্ণনা করা।

মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনও সম্পূর্ণ প্রকাশ করতে পারে না কেন?

লিখিত ভাষার সীমাবদ্ধতা আছে। তাই ভাষাবিজ্ঞান শুধু মৌখিক ভাষাকে গুরুত্ব দেয়। কারণ হিসেবে বলা যায় যে মৌখিক ভাষা অনেক বেশি ব্যবহৃত হয়, আর লিখিত ভাষা ব্যবহার করে মাত্র কয়েক শতাংশ মানুষ। 

ভাষাবিজ্ঞান কী?

ভাষাবিজ্ঞান হল সামগ্রিকভাবে ভাষার গঠন, প্রকৃতি ও পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য এই যে ভাষাবিজ্ঞান কোনো বিশেষ একটি দুটি ভাষার কথা বলে না। ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে।

ভাষাবিজ্ঞানের কাজ কী?

ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করাই হল ভাষাবিজ্ঞানের কাজ।

ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলি কী কী?

ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলি হল-তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান।

তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন?

১৭৮৬ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন।

সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষাগুলির মূলে কোন্ প্রধান ভাষাটি আছে?

সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষাগুলির মূলে আছে ইন্দো-ইউরোপীয় ভাষা।

স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, তার মধ্যে দুটি ভাষার নাম লেখো।

স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন এমন দুটি ভাষা হল গ্রিক ও লাতিন।

তুলনামূলক ভাষাবিজ্ঞান কী?

ভাষাবিজ্ঞানের যে শাখা সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূলভাষাকে পুনর্নির্মাণ করে অর্থাৎ তাদের উৎস, অতীত রূপ ও ক্রমবিকাশের ধারাকে তুলে ধরে, তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলে।

ইউরোপ-আমেরিকায় কোন্ সময় থেকে তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা শুরু হয়?

ঊনবিংশ শতাব্দী থেকে ইউরোপ ও আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা শুরু হয়।

ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝ?

সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনগত কারণে ভাষা সংগঠনে যে পরিবর্তন দেখা যায় অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে, তারই কালক্রমিক আলোচনাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলে।

বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝায়?

যে ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা না-করে সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতির বিশ্লেষণ করে, তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে।

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী? 

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার প্রধান বিষয় চারটি- ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব।

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কখন হয়েছিল?

বিংশ শতাব্দীর গোড়ায় প্রথমে ইউরোপে এবং পরে আমেরিকায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার সূত্রপাত ঘটেছিল।

ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্বের আলোচিত বিষয়গুলি কী কী?

ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচারবিশ্লেষণ, রূপতত্ত্বে পদের গঠন, বাক্যতত্ত্বে বাক্যের সার্বিক আলোচনা ও বিচারবিশ্লেষণ এবং শব্দার্থতত্ত্বে শব্দের অর্থ পর্যালোচনা।

প্রধান ভাষাবিজ্ঞান কী?

ভাষাবিজ্ঞানের যে অংশে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠনপ্রণালী আলোচিত হয়, তাকে বলে প্রধান ভাষাবিজ্ঞান।

ফলিত ভাষাবিজ্ঞান কী?

ভাষাবিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করে, তাকে ফলিত ভাষাবিজ্ঞান বলে।

প্রধান ভাষাবিজ্ঞানের আলোচনার পাঁচটি শাখা কী কী? 

প্রধান ভাষাবিজ্ঞানের আলোচনার পাঁচটি শাখা হল- ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব।

সমাজভাষাবিজ্ঞান কাকে বলে? অথবা, সমাজভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও।

ভাষাবিজ্ঞানের যে শাখায় সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয়, তাকে সমাজভাষাবিজ্ঞান বলে। অর্থাৎ সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে এবং ভাষা কীভাবে সমাজে কাজ করে, তাই সমাজভাষাবিজ্ঞানের মূল বিচার্য বিষয়।

মনোভাষাবিজ্ঞান বলতে কী বোঝায়?

ভাষাবিজ্ঞানের যে অংশে মানবমনের প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে মানবভাষার সম্পর্ক আলোচিত হয়, তাকে মনোভাষাবিজ্ঞান বলে।

স্নায়ুভাষাবিজ্ঞান কী?

মানবমস্তিষ্কের অত্যন্ত জটিল গঠন ও তার ক্রিয়া-প্রতিক্রিয়ার সঙ্গে মানবভাষার যে সম্পর্ক তার নাম স্নায়ুভাষাবিজ্ঞান।

ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে?

ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে।

নৃভাষাবিজ্ঞান কী?

নৃতত্ত্বের সঙ্গে মানবভাষার সম্পর্ককে বলে নৃভাষাবিজ্ঞান।

‘শৈলীবিজ্ঞান’ কাকে বলে?

ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশিত হয়। এক্ষেত্রে ভাষার রূপ বা form একটি গুরুত্বপূর্ণ বিষয় যা লেখকের লেখার শৈলীর ওপর নির্ভরশীল। লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই আসলে stylistics বা শৈলীবিজ্ঞান বলা হয়।

সমাজভাষাবিজ্ঞানের তিনটি ভাগের নাম লেখো।

সমাজভাষাবিজ্ঞানের তিনটি ভাগের নাম হল-(ক) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান, (খ) পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান এবং (গ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান।

কোনো ভাষার চরিত্র কী কী বিষয়ের ওপর নির্ভর করে?

কোনো ভাষার চরিত্র নির্ভর করে-বক্তা, শ্রোতা এবং উপলক্ষ্য-এর ওপর।

‘রেজিস্টার’ বলতে কী বোঝ?

ভাষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেটি কোথায় বলা হচ্ছে। অর্থাৎ উপলক্ষ্য অনুসারে ‘মৌখিক ভাষা’ বা ‘উপভাষার’ বদল ঘটে। সমাজবিজ্ঞানীরা একেই রেজিস্টার বলে থাকেন।

কোড কাকে বলে?

কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের সময় বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে ‘কোড’ বলে।

কোড-বদল কী?

কোনো ব্যক্তি উপলক্ষ্য অনুযায়ী বা পরিস্থিতি অনুসারে বিশেষ উপভাষার বিশেষ রীতির অর্থাৎ কোড-এর যে পরিবর্তন করে, তাকে কোড-বদল বলে।

দ্বিভাষিকতা বা Bilingualism কাকে বলে?

দুটি ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যখন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় নিজেদের ভাষা ও নতুন সমাজের ভাষা দুটিই সমান্তরালভাবে থেকে যায়, একে দ্বিভাষিকতা বলে।

ভাষার সংরক্ষণ কাকে বলে?

দুটি ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যখন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় একজনের ভাষা অপরজনের ভাষার প্রভাবে লোপ > পায়, একে বলে ভাষার সংরক্ষণ।

ক্রেওল কী?

মরিশাস দ্বীপে ফরাসি ভাষার সঙ্গে নিগ্রো ভাষার সংমিশ্রণে যে ভাষার উৎপত্তি হয় তা ‘ক্লেওল’ নামে পরিচিত। এই ভাষার সহজ ব্যাকরণে কারক, বিভক্তি, বচন ও ক্রিয়ার কোনো পার্থক্য নেই।

পিজিন কী?

অষ্টাদশ শতকের মধ্যভাগে এই মিশ্র ভাষার উদ্ভব। চিনে এ ভাষার প্রচলনের ব্যাপকতা থাকলেও, জাপান ও ক্যালিফোর্নিয়াতেও এ ভাষার প্রচলন আছে।

LAD-এর সম্পূর্ণ রূপটি কী?

LAD-এর সম্পূর্ণ রূপটি হল Device. Language Acquisition

LAS-এর সম্পূর্ণ রূপটি কী?

LAS-এর সম্পূর্ণ রূপটি হল- Language Acquisition System.

ল্যাড (‘LAD’) কী?

ভাষিক পরিবেশে থেকে অনুকরণের মাধ্যমে মানুষ ভাষা আয়ত্ত করে। এই তত্ত্ব থেকে চমস্কি সরে এসে বলেন ভাষা শেখার সামর্থ্য মানুষের মধ্যেই আছে। সেই সামর্থ্যের কেন্দ্র হল মাথা। তাই চমস্কি প্রথমে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বা Language Acquisition Device বা ল্যাড (LAD) বলেন। তিনি পরে যন্ত্র কথাটির পরিবর্তে ‘ব্যবস্থা’ (System) এটি যোগ করেন। অর্থাৎ Language Acquisition System বা ল্যাস (LAS)।

‘PET’-এর সম্পূর্ণ রূপটি কী?

PET-এর সম্পূর্ণ রূপটি হল-Positron Emission Tomo- graphy.

‘FMRI’-এর সম্পূর্ণ রূপটি লেখো।

FMRI-এর সম্পূর্ণ রূপটি হল-Functional Magnetic Resonance Imaging.

স্নায়ুভাষাবিজ্ঞানকে ক-ভাগে ভাগ করা হয় ও কী কী?

স্নায়ুভাষাবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়- (ক) ভাষা শেখা ও প্রক্রিয়াকরণ এবং (খ) ভাষাগত সমস্যার সংস্কার।

‘চিন্তার পোশাক’ বা ‘the dress of thought’ কথাটি কার এবং কথাটির অর্থ কী?

প্রশ্নোদ্ভূত অভিধানটি স্যামুয়েল ওয়েসলির। এখানে এই কথাটির মাধ্যমে একজন লেখক তার চিন্তাভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেন, তাকেই বোঝানো হয়েছে।

প্রথাগতভাবে ‘style’ বা শৈলীকে ক-ভাগে ভাগ করা হয়?

প্রথাগতভাবে style বা শৈলীকে দু-ভাগে ভাগ করা হয়- (ক) মূল্যায়নভিত্তিক শৈলী এবং (খ) বর্ণনামূলক শৈলী।

মূল্যায়নভিত্তিক শৈলী কাকে বলে?

কোনো লেখার বৈশিষ্ট্যসমূহের প্রকাশকে মূল্যায়নভিত্তিক শৈলী বলে। যেমন- এর সাহায্যে বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লিখনশৈলীর পার্থক্য নিরূপণ করা হয়।

বর্ণনামূলক শৈলী কাকে বলে?

বর্ণনামূলক শৈলীর সাহায্যে কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা প্রকাশ করা হয়। যেমন- এর সাহায্যে রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের সঙ্গে ‘শেষের কবিতা’ উপন্যাসের তফাত সূচিত করা যেতে পারে। 

সোস্যুর কাকে ‘লাঙ্’ (Langue) বলেছেন?

ভাষাবিজ্ঞানী ফের্দিনাঁ দ্য সোস্যুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে নাম দিয়েছিলেন লাঙ্।

পারোল বলতে কী বোঝ?

পারোল হল লাঙ্ সংবিধানকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়া।

শৈলী বিচারের ক্ষেত্রে যে প্রকরণগুলি লাগে তা লেখো।

শৈলী বিচারের ক্ষেত্রে প্রকরণগুলি হল- (ক) প্রমুখন, (খ) বিচ্যুতি, (গ) সমান্তরালতা, (ঘ) কোড-বদল বা সংকেত বদল, (ঙ) বহুস্বরতা বা বহুধ্বনিময়তা।

ভারতে অভিধান রচনার সূত্রপাত কে করেন?

যাস্কের ‘নিরুক্ত’ গ্রন্থের মাধ্যমে ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়।

অভিধানকে ভাষাবিজ্ঞানের কোন্ শ্রেণিবিভাগের সঙ্গে তুলনা করা হয়?

অভিধানকে ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগের সঙ্গে তুলনা করা হয়েছে।

কে, কবে ‘অভিধান’ বোঝাতে প্রথম ‘Dictionary’ শব্দটি ব্যবহার করেন?

ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে জন গারল্যান্ড প্রথম ‘Dictionary’ শব্দটি ব্যবহার করেন।

‘Dictionary’ শব্দটি কবে, কোথায় পাওয়া যায়?

১৫৩৮ খ্রিস্টাব্দে থমাস এলিয়েটের লাতিন ইংরেজি অভিধানে প্রথম ‘Dictionary’ শব্দটি পাওয়া যায়।

ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি Entry বা শব্দের ক-টি স্তর থাকে?

আদর্শ অভিধানের স্তর তিনটি হল- (ক) শব্দের গঠনগত স্তর, (খ) অন্বয়গত স্তর এবং (গ) বাগার্থগত স্তর।

একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? 

এক ভাষার শব্দকে যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, তখন তাকে বলে একভাষিক অভিধান। যেমন- বাংলা থেকে বাংলা।
এক ভাষার শব্দকে যখন অন্য এক ভাষায় ব্যাখ্যা করা হয়, তখন তাকে দ্বিভাষিক অভিধান বলে।

ইতিহাসভিত্তিক অভিধান কাকে বলে?

কোনো অভিধানে যখন একটি শব্দের প্রথম প্রচলনের সময়ে তার কী অর্থ ছিল, কীভাবে অর্থ বদল হল এবং তার সাম্প্রতিকতম রূপ বা অর্থ কী হল-এইসব থাকে, তখন তাকে ইতিহাসভিত্তিক উপাদান বলে।

একটি ইতিহাসভিত্তিক অভিধানের নাম লেখো।

একটি ইতিহাসভিত্তিক অভিধানের নাম- The Shorter Oxford English Dictionary.

‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

গ্রিক শব্দ ‘Thesauros’-এর অর্থ হল ‘অর্থভান্ডার’। এখান থেকেই ইংরেজি ‘থিসরাস’ শব্দটি এসেছে, যার অর্থ ‘সমার্থ শব্দকোশ’। অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দের কোশগ্রন্থকে থিসরাস বলা হয়।

ভাষাবিজ্ঞানের অনুসন্ধানের বিষয় কী?

মানুষের মুখের ভাষাই হল ভাষাবিজ্ঞানের অনুসন্ধানের বিষয়।

ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলির কী কী?

ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি হল-১। সমাজভাষাবিজ্ঞান, ২। মনোভাষাবিজ্ঞান, ৩। স্নায়ুভাষাবিজ্ঞান, ৪। নৃভাষাবিজ্ঞান, ৫। শৈলীবিজ্ঞান ও ৬। অভিধান বিজ্ঞান।

Lexicography কী?

ভাষাবিজ্ঞানের যে শাখা আদর্শ অভিধান তৈরি করতে বিজ্ঞানসম্মত- ভাবে ভাষাবিজ্ঞানের ব্যবহার নিয়ে আলোচনা করে, তাকে অভিধান বিজ্ঞান বা Lexicography বলে।

প্রমুখন কী?

বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাকে প্রমুখন বলে।

নিরুক্ত কী?

বেদাঙ্গের অঙ্গবিশেষ হল ‘নিরুক্ত’। মহর্ষি যাস্ক এর রচয়িতা। ‘নিরুক্ত’-এর মাধ্যমেই ভারতে অভিধান রচনার সূত্রপাত।

ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব বেশি এবং কেন?

লিখিত ভাষা ব্যবহার করে মাত্র কয়েক শতাংশ মানুষ, কারণ লিখতে জানে এমন মানুষের সংখ্যা অল্প কয়েক শতাংশ। অন্যদিকে অসংখ্য মানুষের মুখে মুখে ব্যবহৃত ভাষা সর্বদা পরিবর্তমান। কিন্তু লিখিত ভাষার সীমাবদ্ধতার কারণেই তার পরিবর্তন সময়সাপেক্ষ ব্যাপার। তাই ভাষাবিজ্ঞানের আলোচনায় মৌখিক ভাষার গুরুত্ব অনেক বেশি। 

ফলিত ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কী? 

ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক আর ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করাই হল ফলিত ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়।

‘Style is the man himself’-বক্তব্যটি কার?

আলোচ্য বক্তব্যটির বক্তা ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ ও লেখক জর্জ লুই বুফোঁ।

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী?

কোনো একটি বিশেষ ভাষার ধ্বনিসমূহের গঠন, প্রকৃতি, বৈচিত্র্য ইত্যাদির বিচারবিশ্লেষণই হল ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

‘শব্দকল্পদ্রুম’ কী?

রাধাকান্তদেব সংকলিত ও করুণাসিন্ধু বিদ্যানিধি সম্পাদিত সংস্কৃত অভিধান ও শব্দকোশ হল ‘শব্দকল্পদ্রুম’। এটি মোট আটটি খন্ডে ১৮০৩ খ্রিস্টাব্দ থেকে ১৮৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত হয়েছিল।

ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগের নাম লেখো।

ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ হল অভিধান বিজ্ঞান।

অভিধানের বিভিন্ন রকমের মধ্যে সবচেয়ে পরিচিত দুটির নাম কী?

অভিধানের বিভিন্ন রকমের মধ্যে সবচেয়ে পরিচিত দুটি হল- একভাষিক ও দ্বিভাষিক অভিধান।

‘বহুস্বরিতা’ বলতে কী বোঝ?

উপন্যাস বা মহাকাব্য বা বিভিন্ন আখ্যানে বহু শ্রেণির বহু বিচিত্র স্বভাবের, অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে উঠে আসা চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে যেমন প্রতিষ্ঠা করে তেমনি এসব স্বরের জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথাবিশ্ব। মিখাইল বাখতিন একেই বহুস্বরিতা (Polyphony) আখ্যা দিয়েছেন।

‘বিচ্যুতি’ কী?

ভাষার প্রচলিত এবং প্রতিষ্ঠিত ধারা থেকে বেরিয়ে আসার ঘটনাকে বিচ্যুতি বলে। ভাষা-আদর্শের বদল ঘটিয়ে লেখক ‘বিচ্যুতি’ সৃষ্টি করেন।

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?

সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনাঁ দ্য সোস্যুর হলেন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ধারার স্রষ্টা।

রূপতত্ত্বের আলোচ্য বিষয় কী?

ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম অথবা বা রূপের নানান প্রযুক্তি নিয়ে আলোচনাই হল রূপতত্ত্বের কাজ।

বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কী?

বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হল বাক্যের সার্বিক আলোচনা এবং বিচার-বিশ্লেষণ।

শব্দার্থতত্ত্ব কী নিয়ে আলোচনা করে?

শব্দের অর্থ নিয়ে পর্যালোচনা করে শব্দার্থতত্ত্ব।

‘সর্বজনীন ব্যাকরণ’ বলতে কী বোঝ?

বিশ্ববিখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কির মতে মানব-মস্তিষ্কে প্রি-প্রোগামড অবস্থায় এমন এক ব্যাকরণ আছে; যাকে তিনি সর্বজনীন ব্যাকরণ (Universal Grammar) বলে অভিহিত করেছেন।

Leave a Comment