বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো

বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো
বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো।
অবদান ও কৃতিত্ব : উনবিংশ শতাব্দীতে বাংলার চিকিৎসা জগতে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি ১৮৯৮ খ্রিস্টাব্দে মেডিসিন ও সার্জারিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদকে সম্মানিত হয়েছিলেন। তাঁর নানান মৌলিক গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হল কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার। ডা. ব্রহ্মচারীর আবিষ্কার ১৯৪২ খ্রিস্টাব্দে নোবেলের জন্য মনোনীত হয়েও প্রশাসনিক জটিলতায় আটকে যায়। তিনি বিভিন্ন সময়ে ঢাকা মেডিকেল কলেজ, কলিকাতা মেডিকেল কলেজ ও কারমাইকেল মেডিকেল কলেজে শিক্ষকতায় নিযুক্ত হয়েছিলেন।

অন্যান্য কর্মকাণ্ড :
তাঁর চিকিৎসাবিজ্ঞানের বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘Treatise of Kalaazar’। জীবিত থাকাকালীন তিনি বহু উচ্চপদ অলংকৃত করেছিলেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ডের রয়াল সোসাইটি অফ মেডিসিন-এর সভ্য এবং ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (ইন্দোর) সভাপতিত্ব। দেশি ওষুধ প্রস্তুতি এবং ‘ব্রহ্মচারী ইন্সটিটিউট’ স্থাপন হল তাঁর অনন্য কীর্তি।

Leave a Comment