রবীন্দ্রনাথের গানের অখন্ড, সম্পূর্ণ রূপ” সম্পর্কে সৈয়দ মুজতবা আলী কী ব্যাখ্যা দিয়েছেন

সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের গানকে অখণ্ড এবং সম্পূর্ণ বলে আখ্যায়িত করেছেন।

সম্পূর্ণতা

দেশি-বিদেশি বেশ কিছু ভাষা জানায় সৈয়দ মুজতবা আলী বিভিন্ন ভাষার মূল কবিতা ও গানের রস গ্রহণ করেছেন। কিন্তু রবীন্দ্রসংগীতের অখণ্ড ও সম্পূর্ণ রূপ অন্য কোথাও পাননি।

তুলনায় শ্রেষ্ঠ

জার্মান ‘লীডার’ ও ইরানি ‘গজল’-এর মধ্যে রবীন্দ্রসংগীত জাতীয় কিছুটা রস পেয়েছেন। কিন্তু সেগুলিকেও তাঁর অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। রবীন্দ্রসংগীতের সম্পূর্ণতার সঙ্গে কোনো তুলনাই তিনি খুঁজে পাননি।

উচ্চাঙ্গের রসসৃষ্টি

রবীন্দ্রনাথের গান কখনোই সৈয়দ মুজতবা আলীর অসম্পূর্ণ বলে মনে হয়নি। যদি তা অতৃপ্তি রেখে গিয়ে থাকে তবে সে দায় অসম্পূর্ণতার নয়, কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রেরই ধর্ম, ব্যঞ্জনার অতৃপ্তি রেখে যাওয়া। উচ্চাঙ্গের রসব্যঞ্জনা, অতৃপ্তিজাত ব্যাকুলতা সে গানকে বারবার শোনার তাড়না জাগায়। তাই রবীন্দ্রনাথের কোনো গানই কখনও নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে না।

অবিকল্প রূপ

রবীন্দ্রসংগীত শব্দচয়নে, সংস্থাপনে এবং নতুন শব্দের অর্থে-ভাবে-মাধুর্যে শেষপর্যন্ত এক অবিকল্প রূপ ধারণ করে। নটরাজের মূর্তির প্রতিটি অঙ্গভঙ্গির মতোই যা অনিবার্য ও বিকল্পহীন।

Leave a Comment