![]() |
সত্য যে কঠিন,”-এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন, তা ‘রূপনারানের কূলে’ কবিতা অবলম্বনে লেখো। |
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অন্তিম পর্বে যে জীবনসত্য উপলব্ধি করেছেন তাকেই প্রকাশ করেছেন ‘রূপনারানের কূলে’ কবিতায়।
সত্য উপলব্ধি
কবির জীবনসত্যের সন্ধান চিরকালীন। তাঁর জীবনের -গতি সরলরৈখিক নয়। জীবনের কঠোর বাস্তবতা ও তার আঘাতে কবিহৃদয় রক্তাক্ত হয়েছে বহুবার। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অবিচলিত থেকে একমনে কঠোর বাস্তবের তপস্যায় জীবনের সত্যকে উপলব্ধি করেছেন। মোহমুক্ত চেতনায় কঠিন তপস্যার মাধ্যমে সত্যের সেই গভীরতায় পৌঁছোনো সম্ভব। এই সত্যসন্ধানের পথে রুঢ় বাস্তবতা বাধা হয়েছে। সেই ব্যর্থতা থেকে স্বপ্নাচ্ছন্নতা দূর করে চেতনার জাগরণ ঘটেছে। তবেই সত্যের গভীরতায় পৌঁছোনো সম্ভব হয়েছে।