আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রভাতকুমার মুখোপাধ্যায়

১। জয়রাম মোক্তার কোন্ দিনের সকালের পুজো ঘটা করে করেন?
(ক) রবিবার
(খ) সোমবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) মঙ্গলবার।
উত্তরঃ (ক) রবিবার ✓
২। কোন্ পূজো জয়রাম মুখুজ্জে ঘটা করে করেন?
(ক) বাৎসরিক পুজো
(খ) শ্রাবণ মাসের পুজো
(গ) সংক্রান্তির পুজো
(ঘ) রবিবার সকালের আহ্নিক পুজো।
উত্তরঃ (ঘ) রবিবার সকালের আহ্নিক পুজো ✓
৩। জয়রাম রবিবারের আহ্নিক পুজো সমাপন করলেন-
(ক) দুপুর ২টোয়
(খ) বেলা ৯টায়
(গ) দুপুর ১২টায়
(ঘ) বেলা ১১টায়।
উত্তরঃ (খ) বেলা ৯টায় ✓
৪। জয়রাম বৈঠকখানায় কখন এলেন?
(ক) দিনান্তে
(খ) পুজো শেষ করে
(গ) জলযোগান্তে
(ঘ) নৈশভোজের পরে।
উত্তরঃ (গ) জলযোগান্তে ✓
৫। জলযোগান্তে জয়রাম মোক্তার এসে বসলেন-
(ক) শয়নকক্ষে
(খ) ঠাকুরদালানে
(গ) বেঞ্চিতে
(ঘ) বৈঠকখানায়।
উত্তরঃ (ঘ) বৈঠকখানায় ✓
৬। রবিবার সকালে জয়রামবাবুর বৈঠকখানায় উপস্থিত ছিল-
(ক) অনেকগুলি মক্কেল
(খ) মোক্তারগণ
(গ) পাওনাদার
(ঘ) আগন্তুকগণ।
উত্তরঃ (ক) অনেকগুলি মক্কেল ✓
৭। মক্কেলদের সঙ্গে কথা বলতে বলতে জয়রাম মোক্তারের হঠাৎ মনে পড়ে গেল-
(ক) পুরোনো কথা
(খ) পালকি ভাড়া করার কথা
(গ) হাতির কথা
(ঘ) স্কুলের কথা।
উত্তরঃ (গ) হাতির কথা ✓
৮। চিঠি লেখার সময় মুখুজ্জে মশায় হাতে কী তুলে নিলেন?
(ক) কাগজ পেনসিল
(খ) কাগজ কলম
(গ) কালি কলম
(ঘ) ফাউন্টেন পেন।
উত্তরঃ (খ) কাগজ কলম ✓
৯। চিঠির পাঠটি কী ছিল?
(ক) “প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনপ্রতিপালকেষু”
(খ) “মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরীর চরণকমলে আশ্রয়প্রার্থী”
(গ) “হস্তীপ্রার্থনাপূর্বক নিবেদন”
(ঘ) “প্রতাপশালী শ্রীমন্মহারাজ শ্রীগিরীশচন্দ্র রায়চৌধুরীর পদকমলে আশ্রিত”।
উত্তরঃ (ক) “প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন্মহারাজ শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজনপ্রতিপালকেষু” ✓
১০। জয়রাম মোক্তার চিঠি মারফত প্রার্থনা করেছিলেন-
(ক) একটি পালকি
(খ) একটি ঘোড়ায় টানা গাড়ি
(গ) একটি গোরুর গাড়ি
(ঘ) একটি হস্তী।
উত্তরঃ (ঘ) একটি হস্তী ✓
১১। জয়রাম মুখোপাধ্যায় কীরকম হস্তী চেয়েছিলেন?
(ক) বলবান
(খ) শান্ত ও ধীর
(গ) সুবোধ ও সুশীল
(ঘ) মস্ত বড়ো।
উত্তরঃ (গ) সুবোধ ও সুশীল ✓
১২। ক-দিনের জন্য হস্তী প্রার্থনা করে পত্র লেখেন জয়রাম মোক্তার?
(ক) একদিন
(খ) দুই-তিনদিন
(গ) চার-পাঁচদিন
(ঘ) সাতদিন।
উত্তরঃ (খ) দুই-তিনদিন ✓
১৩। জয়রাম মোক্তার, মহারাজের উদ্দেশে লেখা পত্রটি নিয়ে যেতে আজ্ঞা দিলেন-
(ক) এক ভৃত্যকে
(খ) নগেন ডাক্তারকে
(গ) এক মক্কেলকে
(ঘ) কুঞ্জবিহারীকে।
উত্তরঃ (ক) এক ভৃত্যকে ✓
১৪। মোক্তার মশায় মহারাজকে পত্র পাঠানোর পর আবার কীসে প্রবৃত্ত হলেন?
(ক) হুঁকো টানায়
(খ) নিদ্রায়
(গ) মক্কেলগণের সঙ্গে কথোপকথনে
(ঘ) আহ্নিক পুজোয়।
উত্তরঃ (গ) মক্কেলগণের সঙ্গে কথোপকথনে ✓
১৫। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স, কোন্ বয়সের গন্ডি পার করেছে?
(ক) চল্লিশের
(খ) ষাটের
(গ) সত্তরের
(ঘ) পঞ্চাশের।
উত্তরঃ (ঘ) পঞ্চাশের ✓
১৬। জয়রাম মোক্তারের দেহের গড়ন-
(ক) বেঁটে ছাঁদের
(খ) লম্বা ছাঁদের
(গ) রোগাটে
(ঘ) স্থূল প্রকৃতির।
উত্তরঃ (খ) লম্বা ছাঁদের ✓
১৭। মুখুয্যে মশায়ের গায়ের রঙ আর একটু পরিষ্কার হলে, তাকে বলা যেত-
(ক) দুধসাদা
(খ) হেমবর্ণ
(গ) গৌরবর্ণ
(ঘ) ফরসা।
উত্তরঃ (গ) গৌরবর্ণ ✓
১৮। জয়রাম মোক্তারের গোঁফের আকৃতি কীরকম?
(ক) মোটা মোটা
(খ) রোগা রোগা
(গ) এক চিলতে
(ঘ) মাছির মতো।
উত্তরঃ (ক) মোটা মোটা ✓
১৯। মুখুয্যে মশায়ের গোঁফটি কেমন?
(ক) খোঁচা খোঁচা
(খ) কাঁচা পাকা
(গ) পাকা
(ঘ) কাঁচা।
উত্তরঃ (খ) কাঁচা পাকা ✓
২০। জয়রাম মোক্তারের মাথার সম্মুখভাগে রয়েছে-
(ক) বিস্তীর্ণ কপাল
(খ) বলিরেখাযুক্ত কপাল
(গ) ঘন চুল
(ঘ) টাক।
উত্তরঃ (ঘ) টাক। ✓
২১। জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি-
(ক) ডাগর ও তীক্ষ্ণ
(খ) বড়ো বড়ো ও ভাসা ভাসা
(গ) ক্ষুদ্র ও অর্ধ উন্মীলিত
(ঘ) অন্তঃসারশূন্য।
উত্তরঃ (খ) বড়ো বড়ো ও ভাসা ভাসা ✓
২২। মোক্তার মশায়ের চোখ দিয়ে উছলে পড়ে-
(ক) হৃদয়ের আক্রোশ
(খ) হৃদয়ের বেদনা
(গ) হৃদয়ের কোমলতা
(ঘ) উদ্বেল হৃদয়ের কান্না।
উত্তরঃ (গ) হৃদয়ের কোমলতা ✓
২৩। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস-
(ক) বরিশাল
(খ) খুলনা
(গ) যশোর
(ঘ) ঢাকায়।
উত্তরঃ (গ) যশোর ✓
২৪। যখন জয়রাম মুখুয্যে প্রথম মোক্তারি করতে আসেন, তখন সেখানে-
(ক) রেল চালু হয়নি
(খ) কোনো যানবাহন চলত না
(গ) রেল চালু হয়েছে
(ঘ) যাতায়াতের মাধ্যম বলতে ছিল রেলপথ।
উত্তরঃ (ক) রেল চালু হয়নি ✓
২৫। কোন্ নদী নৌকাপথে পার হয়ে মোক্তারি করতে আসতে হয়েছিল জয়রামকে?
(ক) গঙ্গা
(খ) যমুনা
(গ) পদ্মা
(ঘ) কাবেরী।
উত্তরঃ (গ) পদ্মা ✓
২৬। নৌকাপথে পদ্মা পার হয়ে জয়রাম মুখুয্যে কীসে চড়েছিলেন?
(ক) ঘোড়ার গাড়ি
(খ) পালকি
(গ) হাতি
(ঘ) গোরুর গাড়ি।
উত্তরঃ (ঘ) গোরুর গাড়ি ✓
২৭। গোরুর গাড়িতে কিছু পথ এসে জয়রাম মুখোপাধ্যায় বাকি পথ অতিক্রম করেছিলেন-
(ক) সাঁতরে
(খ) পদব্রজে
(গ) নৌকাপথে
(ঘ) পালকিতে।
উত্তরঃ (খ) পদব্রজে ✓
২৮। মোক্তারি করতে আসার সময় জয়রামের কাছে ছিল-
(ক) একটি হস্তী
(খ) পাঁচ আনা পয়সা ও স্বল্প কিছু আহার
(গ) একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি
(ঘ) কয়েকটি কোম্পানির কাগজ।
উত্তরঃ (গ) একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ✓
২৯। মোক্তারি করতে এসে জয়রাম কত টাকায় বাসা ভাড়া নিয়েছিল?
(ক) তেরো টাকায়
(খ) তেরো সিকায়
(গ) তেত্রিশ টাকায়
(ঘ) আট সিকায়।
উত্তরঃ (খ) তেরো সিকায় ✓
৩০। মোক্তারি ব্যবসার শুরুর দিকে জয়রাম মোক্তারের রান্না করে দিতেন কে?
(ক) একজন রান্নার ঠাকুর
(খ) জয়রামের স্ত্রী
(গ) জয়রামের সহকর্মী
(ঘ) জয়রাম নিজ হাতেই রাঁধতেন।
উত্তরঃ (ঘ) জয়রাম নিজ হাতেই রাঁধতেন ✓
৩১। মোক্তারির ব্যবসা করে জয়রাম কী কী করেছিলেন?
(ক) পাকা দালান কোঠা, বাগান, পুকুর
(খ) পাকা বাড়ি, ঘোড়াশাল, হাতিশাল
(গ) নিজস্ব বাড়ি ও মস্ত একটি মিষ্টির দোকান
(ঘ) বাগান, দালান কোঠা, বসতবাড়ি।
উত্তরঃ (ক) পাকা দালান কোঠা, বাগান, পুকুর ✓
৩২। কারা জয়রাম মোক্তারকে মোক্তারি ব্যবসা থেকে হটাতে পারেনি?
(ক) নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু
(খ) ইংরেজিওয়ালা মোক্তারেরা
(গ) এজলাসের জজসাহেব
(ঘ) মহারাজ শ্রীনরেশচন্দ্র।
উত্তরঃ (খ) ইংরেজিওয়ালা মোক্তারেরা ✓
৩৩। এলাকায় জয়রাম মুখোপাধ্যায় কী রূপে গণ্য হতেন?
(ক) প্রধান উকিল
(খ) বদমেজাজী
(গ) রগচটা মোক্তার
(ঘ) প্রধান মোক্তার।
উত্তরঃ (ঘ) প্রধান মোক্তার ✓
৩৪। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি অত্যন্ত-
(ক) কঠোর
(খ) কোমল
(গ) স্নেহপ্রবণ
(ঘ) কোমল ও স্নেহপ্রবণ।
উত্তরঃ (ঘ) কোমল ও স্নেহপ্রবণ ✓
৩৫। মুখোপাধ্যায় মশায়ের মেজাজটি কেমন?
(ক) তপ্ত
(খ) শান্ত
(গ) শৌখিন
(ঘ) রুক্ষ।
উত্তরঃ (ঘ) রুক্ষ। ✓
৩৬। যৌবনকালে জয়রাম ছিলেন রীতিমতো-
(ক) বদরাগী
(খ) স্বল্পমেজাজি
(গ) কৃপণ
(ঘ) বেহিসেবি।
উত্তরঃ (ক) বদরাগী ✓
৩৭। কাদের একটু অবিচার অত্যাচারেই জয়রাম মোক্তার রাগে চেঁচিয়ে অনর্থপাত করতেন?
(ক) মক্কেলদের
(খ) ভৃত্যদের
(গ) হাকিমদের
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) হাকিমদের ✓
৩৮। কোথায় একজন ডেপুটির সঙ্গে জয়রাম মোক্তারের বচসা বাধে?
(ক) পীরগঞ্জে
(খ) উচ্চ আদালতে
(গ) বৈঠকখানায়
(ঘ) এজলাসে।
উত্তরঃ (ঘ) এজলাসে ✓
৩৯। একদিন এজলাসে জয়রাম মোক্তারের সঙ্গে কার বচসা বাধে?
(ক) এক মোক্তারের
(খ) এক ডেপুটির
(গ) এক জজসাহেবের
(ঘ) এক মক্কেলের।
উত্তরঃ (খ) এক ডেপুটির ✓
৪০। জয়রাম মোক্তার বাড়ি এসে দেখলেন একটি এঁড়ে বাছুর প্রসব করেছে তাঁর-
(ক) কুমুদ গাই
(খ) রাধী গাই
(গ) মঙ্গলা গাই
(ঘ) আদরিণী গাই।
উত্তরঃ (গ) মঙ্গলা গাই ✓
৪১। মঙ্গলা গাই প্রসব করেছে একটি-
(ক) এঁড়ে বাছুর
(খ) বকনা বাছুর
(গ) অন্ধ বাছুর
(ঘ) কালো বাছুর।
উত্তরঃ (ক) এঁড়ে বাছুর ✓
৪২। কার নামে এঁড়ে বাছুরটির নামকরণ করা হয়েছিল?
(ক) কুঞ্জবিহারীর
(খ) নগেন ডাক্তারের
(গ) হাকিমের
(ঘ) ডেপুটিবাবুর।
উত্তরঃ (ঘ) ডেপুটিবাবুর ✓
৪৩। অন্য আরেক ডেপুটির সঙ্গে জয়রাম মোক্তার কোন্ বিষয়ে তর্ক জুড়েছিলেন?
(ক) ভূগোলের
(খ) আইনের
(গ) ইতিহাসের
(ঘ) দর্শনের।
উত্তরঃ (খ) আইনের ✓
৪৪। আইনের তর্কের সময় ডেপুটিবাবুর আইনজ্ঞানের সঙ্গে জয়রাম মোক্তার কার আইনজ্ঞানের তুলনা করে বসেন?
(ক) তাঁর স্ত্রী-র
(খ) তাঁর ভৃত্যের
(গ) তাঁর মক্কেলের
(ঘ) তাঁর ছোটোছেলের।
উত্তরঃ (ক) তাঁর স্ত্রী-র ✓
৪৫। উক্ত ডেপুটিবাবুর যা নেই, তা হল-
(ক) বিষয়সম্পত্তি
(খ) টাকাপয়সা
(গ) বোধবুদ্ধি
(ঘ) আইনজ্ঞান।
উত্তরঃ (ঘ) আইনজ্ঞান ✓
৪৬। কী কারণে জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল?
(ক) ট্রাফিক নিয়ম না মানার জন্যে
(খ) আদালত-অবমাননার জন্য
(গ) মহারাজ প্রবর্তিত নিয়ম লঙ্ঘনের জন্য
(ঘ) প্রহারের দায়ে।
উত্তরঃ (খ) আদালত-অবমাননার জন্য ✓
৪৭। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল-
(ক) পাঁচ টাকা
(খ) সাত টাকা
(গ) নয় টাকা
(ঘ) দশ টাকা।
উত্তরঃ (ক) পাঁচ টাকা ✓
৪৮। জয়রাম মোক্তার জরিমানা আদেশের বিরুদ্ধে লড়েছিলেন-
(ক) জেলাকোর্টে
(খ) গ্রাম-আদালতে
(গ) হাইকোর্টে
(ঘ) সুপ্রিমকোর্টে।
উত্তরঃ (গ) হাইকোর্টে ✓
৪৯। পাঁচ টাকা জরিমানার হুকুম মকুব করতে জয়রাম মুখোপাধ্যায়কে ব্যয় করতে হয়েছিল –
অথবা, হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মশায়ের কত টাকা খরচ হয়েছিল?
(ক) ১৭০০ টাকা
(খ) ১৫০০ টাকা
(গ) ২০০০ টাকা
(ঘ) ১৮০০ টাকা।
উত্তরঃ (ক) ১৭০০ টাকা ✓
৫০। মোট ১৭০০ টাকা ব্যয় করে জয়রাম মোক্তার কোন্ হুকুম মকুব করেছিলেন?
(ক) এজলাস থেকে নিষ্কাশনের হুকুম
(খ) পাঁচটা টাকা জরিমানার হুকুম
(গ) মোক্তারি ব্যবসা বন্ধ করবার হুকুম
(ঘ) গ্রামান্তরে বদলির হুকুম।
উত্তরঃ (খ) পাঁচটা টাকা জরিমানার হুকুম ✓
৫১। জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কী দান করতেন?
(ক) অর্থ
(খ) বস্ত্র
(গ) অন্ন
(ঘ) আইনজ্ঞান।
উত্তরঃ (গ) অন্ন ✓
৫২। বহু গরীব লোকের মোকদ্দমা জয়রাম মোক্তার কোন্ উপায়ে চালিয়ে নিয়ে যেতেন?
(ক) বিপুল পরিমাণ পারিশ্রমিক নিয়ে
(খ) বিনা পারিশ্রমিকে এবং নিজের অর্থব্যয় করে
(গ) ন্যূনতম পারিশ্রমিক নিয়ে
(ঘ) মক্কেলদের থেকে ঘুষ নিয়ে।
উত্তরঃ (খ) বিনা পারিশ্রমিকে এবং নিজের অর্থব্যয় করে ✓
৫৩। পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মশায়ের বৈঠকখানায় তাস-পাশা খেলতে আসতেন-
(ক) প্রতি শনিবার
(খ) প্রতি বুধবার
(গ) প্রতি শুক্রবার
(ঘ) প্রতি রবিবার।
উত্তরঃ (ঘ) প্রতি রবিবার ✓
৫৪। প্রতি রবিবার কোন্ সময়ে মোক্তার মশায়ের বৈঠকখানায় তাস-পাশার আড্ডা বসত?
(ক) অপরাহ্ণকালে
(খ) বৈকালে
(গ) প্রদোষকালে
(ঘ) সন্ধ্যাকালে।
উত্তরঃ (ক) অপরাহ্ণকালে ✓
৫৫। কারা রবিবার অপরাহ্ণকালে মোক্তার মশায়ের বৈঠকখানায় আড্ডা বসাতেন?
(ক) মক্কেলগণ
(খ) মোক্তারগণ
(গ) যুবক-বৃদ্ধগণ
(ঘ) বৃদ্ধগণ।
উত্তরঃ (গ) যুবক-বৃদ্ধগণ ✓
৫৬। প্রতি রবিবার অপরাহ্ণকালে মোক্তার মশায়ের বৈঠকখানায় কীসের আড্ডা বসত?
(ক) চা-সিঙাড়ার
(খ) দাবার
(গ) তাস-পাশার
(ঘ) সুরাপানের।
উত্তরঃ (গ) তাস-পাশার ✓
৫৭। কার বৈঠকখানায় প্রতি রবিবার তাস-পাশার আড্ডা বসত?
(ক) নরেশচন্দ্র রায়চৌধুরীর
(খ) জয়রাম মোক্তার মশায়ের
(গ) নগেন ডাক্তারের
(ঘ) কুঞ্জবিহারীবাবুর।
উত্তরঃ (খ) জয়রাম মোক্তার মশায়ের ✓
৫৮। বাগান পরিষ্কার করে কাকে বাঁধার ব্যবস্থা করা হয়েছিল?
(ক) ঘোড়াকে
(খ) চোরকে
(গ) ডাকাতকে
(ঘ) হাতিকে।
উত্তরঃ (ঘ) হাতিকে ✓
৫৯। রাত্রে হাতির খাওয়ার জন্য কী ব্যবস্থা করা হয়েছিল?
(ক) গোড়াসুদ্ধ আমগাছ উপড়ে আনা হয়েছিল
(খ) নারকেল এনে তা খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল
(গ) বড় বড় পাতাসুদ্ধ কয়েকটা কলাগাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটিয়ে রাখা হয়েছিল
(ঘ) চাল ও কলা মেখে রাখা হয়েছিল।
উত্তরঃ (গ) বড় বড় পাতাসুদ্ধ কয়েকটা কলাগাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটিয়ে রাখা হয়েছিল ✓
৬০। হাতির থাকা ও খাওয়ার ব্যবস্থার তদারকি করছিলেন-
(ক) ভৃত্য
(খ) নগেন ডাক্তার
(গ) জ্যেষ্ঠা পুত্রবধূ
(ঘ) জয়রাম মোক্তার।
উত্তরঃ (ঘ) জয়রাম মোক্তার। ✓
৬১। হাতির ব্যবস্থা তদারকি করার মাঝে মাঝে জয়রাম মোক্তার কী করছিলেন?
(ক) বৈঠকখানায় অবস্থানরত কোনো ব্রাহ্মণের থেকে হুঁকো নিয়ে দু-চার টান দিচ্ছিলেন
(খ) রাজার পত্র এল কি না তা দেখছিলেন
(গ) ভৃত্যদের নানারকম আদেশ দিচ্ছিলেন
(ঘ) তাসের চাল দিচ্ছিলেন।
উত্তরঃ (ক) বৈঠকখানায় অবস্থানরত কোনো ব্রাহ্মণের থেকে হুঁকো নিয়ে দু-চার টান দিচ্ছিলেন ✓
৬২। জয়রাম মোক্তার কখন বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন?
(ক) ভোরের আলো ফোটার পূর্বে
(খ) বিকেলের পূর্বে
(গ) সন্ধ্যার পূর্বে
(ঘ) নৈশভোজের পূর্বে।
উত্তরঃ (গ) সন্ধ্যার পূর্বে ✓
৬৩। জয়রাম মোক্তার সন্ধ্যার কিছু পূর্বে বৈঠকখানায় বসে কী খেলা দেখছিলেন?
(ক) তাসখেলা
(খ) পাশাখেলা
(গ) দাবাখেলা
(ঘ) পুতুলখেলা।
উত্তরঃ (খ) পাশাখেলা ✓
৬৪। পত্রবাহক ভৃত্যটি এসে কী জানাল?
(ক) হাতি এসেছে
(খ) হাতিটি আসামাত্রই খেতে শুরু করেছে
(গ) হাতি পাওয়া যায়নি
(ঘ) হাতি আগামীকাল পাওয়া যাবে।
উত্তরঃ (গ) হাতি পাওয়া যায়নি ✓
৬৫। হাতি না পাওয়ার বার্তাটি দিয়েছিল-
(ক) পত্রবাহক ভৃত্য
(খ) পত্রবাহক চাষি
(গ) বড়োবধূ
(ঘ) নগেন ডাক্তার।
উত্তরঃ (ক) পত্রবাহক ভৃত্য ✓
৬৬। “…জয়রাম, বৈঠকখানায় বসিয়া পাশাখেলা দেখিতেছিলেন। এমন সময়…”- এমন সময় কী ঘটল?
(ক) পত্রবাহক ভৃত্যটি হাতি নিয়ে বৈঠকখানার বাইরে এসে দাঁড়াল
(খ) মহারাজ স্বয়ং এসে উপস্থিত হলেন
(গ) হাতির ডাক শোনা গেল
(ঘ) পত্রবাহক ভৃত্যটি এসে খবর দিল যে হাতি পাওয়া যায়নি।
উত্তরঃ (ঘ) পত্রবাহক ভৃত্যটি এসে খবর দিল যে হাতি পাওয়া যায়নি। ✓
৬৭। হাতি না পাওয়ার সংবাদে নিরাশ হয়ে পড়েছিলেন-
(ক) জয়রাম মোক্তার
(খ) কুঞ্জবিহারীবাবু
(গ) খগেন ডাক্তার
(ঘ) ভৃত্যটি।
উত্তরঃ (খ) কুঞ্জবিহারীবাবু ✓
৬৮। “তাই ত! সব মাটি?”- উক্তিটি কার?
(ক) কুঞ্জবিহারীবাবুর
(খ) জয়রাম মোক্তারের
(গ) নগেন ডাক্তারের
(ঘ) ভৃত্যের।
উত্তরঃ (গ) নগেন ডাক্তারের ✓
৬৯। পত্রবাহক ভৃত্যটি, জয়রাম মোক্তারের চিঠিখানি কাকে গিয়ে দিয়েছিল?
(ক) মহারাজ নরেশচন্দ্রকে
(খ) দেওয়ানজীকে
(গ) মন্ত্রীকে
(ঘ) দ্বারপালকে।
উত্তরঃ (খ) দেওয়ানজীকে ✓
৭০। দেওয়ানজী চিঠিটি নিয়ে কার কাছে গিয়েছিলেন?
(ক) মহারাজের পরামর্শদাতার কাছে
(খ) মহারাজের প্রধানমন্ত্রীর কাছে
(গ) মহারাজের কাছে
(ঘ) মহারানির কাছে।
উত্তরঃ (গ) মহারাজের কাছে ✓
আরও পড়ুন : প্রথম অধ্যায়- পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ
আরও পড়ুন : দ্বিতীয় অধ্যায়- সাংস্কৃতিক সমন্বয় MCQ
আরও পড়ুন : তৃতীয় অধ্যায়- ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ